Mamata Banarjee

মিছিল চলাকালিন হঠাৎ করে রাস্তা বদল করলেন মুখ্যমন্ত্রী

রাজ্য

মিছিল চলাকালিন হঠাৎ করেই মিছিলের রাস্তা বদল করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভিন রাজ্যে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ওপর বিভিন্ন আক্রমণের প্রতিবাদে এদিন কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে তৃণমূল। মিছিলের সামনের সারিতে আছেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি।
প্রস্তাবিত রুট অনুযায়ী কলেজ স্ট্রিট, এসএন ব্যানার্জি রোড হয়ে মিছিল শেষ হবে ডোরিনা ক্রসিংয়ে। কিন্তু হঠাৎ করে মিছিল চলতে চলতে মাঝ পথেই মিছিলের রুট বদল করেন মুখ্যমন্ত্রী নিজে। মাঝ রাস্তায় থমকে গিয়ে পুলিশকে তিনি নির্দেশ দেন যে মিছিল লেনিন সরণি হয়ে ডোরিনা ক্রসিং পর্যন্ত যাবেন। মুখ্যমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী বদল হয় রাস্তা।
উল্লেখ্য কলকাতার রাস্তায় বিভিন্ন বিষয় যখন বামপন্থী রাজনৈতিক দল এবং গণসংগঠন গুলো মিছিল করে তখন তার অনুমতি দেওয়া হয় না। মাঝ রাস্তায় আটকানো হয় মিছিল। প্যালেস্তাইনে গণহত্যার বিরুদ্ধে বামপন্থী রাজনৈতিক দল গুলোর পক্ষ থেকে যখন মিছিল ডাকা হয়েছিল তখন পার্ক স্ট্রিটে সেই মিছিল আটকানো হয়।
গতকাল যাদবপুরে পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণের প্রতিবাদে মিছিলে অংশ নেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। মিছিল শেষে গড়িয়া মোড়ে সংক্ষিপ্ত সভা থেকে রাজ্য সরকারকে নিশানা করে তিনি বলেন, ‘‘মমতা এবং আরএসএস মানুষের মধ্যে ভাগ করেছে ধর্মের নাম করে। এরা ভাষা, খাদ্য দিয়ে মানুষকে ভাগ করে বিদ্বেষ তৈরি করে। বিজেপি কখনো আমাদের যুক্ত রাষ্ট্রীয় কাঠামো মানেনি। আরএসএস আর বাংলাদেশের জামাতের রাজনীতি এক, এরা মানুষকে ভাগ করে। আমেরিকা থেকে ভারতীয়দের যখন তাড়িয়ে দিচ্ছে তখন কিন্তু চুপ থাকে মোদী সরকার। কারণ এরা তা সমর্থন করে। প্রতিবাদ চলবে।’’
তিনি বলেন, ‘‘আজকে মিছিল করতে হচ্ছে কারণ গত কয়েক বছর ধরে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বিভাজনের রাজনীতির চাষ করা হচ্ছিল। তিনি বলেন, মমতা কাল মিছিল করবেন। কিন্তু ওঁর পুলিশ কোচবিহারে গিয়ে আসাম সরকারের হয়ে এনআরসি’র নোটিশ ধরাচ্ছে এ রাজ্যের নাগরিককে, উনি জানতেন না? যে ভাষায় জাতীয় সঙ্গীত লেখা হচ্ছে সেই ভাষায় কথা বললে বিদেশি হয় কি করে? জনগণনা করে কেন্দ্র। আসামের মুখ্যমন্ত্রী বলেন কি করে জনগণনায় মাতৃভাষা বাংলা লিখলে বাংলাদেশে পাঠানো হবে? অবেকদিন ধরে এসব চলছে, রাজ্যের বিধানসভায় পরিযায়ী শ্রমিকদের এই নিপীড়নের বিরুদ্ধে প্রস্তাব গৃহীত হয়নি কেন?’’

Comments :0

Login to leave a comment