North Bengal Weather

স্বস্তির বৃষ্টি জলপাইগুড়িতে, মাঠে নামলেন কৃষকেরা

রাজ্য জেলা

দীপশুভ্র সান্যাল: জলপাইগুড়ি
আবহাওয়া দপ্তের পূর্বাভাস ছিল উত্তরবঙ্গে ভারী বৃষ্টির। বুধবার উত্তরবঙ্গের দুটি জেলা বাদে প্রায় প্রতিটি জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে। তারপর টানা বৃষ্টি চলবে শনিবার থেকে। বুধবার কোচবিহার ও মালদহ বৃষ্টির সম্ভবনা নেই। শনিবার  দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পরে এমনই সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। রবিবার ও সোমবার অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিনটি জেলায়।  আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকে হালকা বৃষ্টির পর একটানা বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়িতে‌। কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে জলপাইগুড়ির মানুষ। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হলেও জলপাইগুড়ি রাজগঞ্জ সহ বেশ কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ ছিল। ফলে সমস্যায় পড়েন কৃষকেরা। ভেজানো যাচ্ছিল না পাট। ধান রোয়া যাচ্ছিলনা। বৃষ্টির পরিমাণ কম হওয়ার কারণে খেতে কাদা না হওয়ায় রোপণ করা যাচ্ছিল না। লাল হয়ে উঠছিল ধানের চারা থেকে কচি চা পাতা। বাধ্য হয়ে জল সেচের ব্যবস্থা করতে গিয়ে খরচ বেড়ে যাচ্ছিল কৃষকদের। তাঁরা পাম্প সেটের মাধ্যমে জমিতে কাদা করে ধান গাড়ার কাজে হাত দিলেও অধিকাংশ কৃষকের পক্ষে তা ছিল অসম্ভব। অবশেষে আষাঢ়ের শেষে বৃষ্টির পর কিছুটা হলেও স্বস্তি হাসি। বেশ কয়েকদিন লাগাতার গরমের পর বুধবার ভোর থেকেই শুরু হয়েছে বৃষ্টি। আবহাওয়া দপ্তরের আগাম বৃষ্টির পূর্বাভাস ছিল তা হুবহু মিলে গেলো বুধবার। সকাল থেকেই বৃষ্টির কারণে গরমের হাত থেকে রেহাই পেয়েছে জলপাইগুড়িবাসী। জানা গেছে জলপাইগুড়ি ছাড়াও উত্তরবঙ্গ বিভিন্ন জেলাগুলিতে শুরু হয়েছে বৃষ্টি। ভোর থেকে হালকা বৃষ্টি শুরু হয়ে সারাদিন ভর চলে হালকা, মাঝারি কখনো ভারি বৃষ্টিপাত। ফলে গরমে হাত থেকেও স্বস্তি পেয়েছে মানুষ। অন্যদিকে ভালো পরিমাণে বৃষ্টি শুরু হতেই জমিতে রোয়ার কাজে নেমে পড়তে দেখা গেল গ্রামীণ এলাকার কৃষকদের। 
আবহাওয়া দপ্তরের জানিয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে সপ্তাহ শেষে বাড়তে পারে বৃষ্টির দাপট। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে। বৃহস্পতিবার ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে বৃহস্পতিবারের পর কোনও সতর্কতা জারি করা হয়নি দক্ষিণের জেলাগুলিতে। সমুদ্রে মৎস্যজীবীদের জন্যও সতর্কতা জারি করা হয়নি।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রবিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। হাওয়া অফিসের পূর্বাভাস রয়েছে আরও কিছু দিন দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি চলতে পারে। 

Comments :0

Login to leave a comment