বুধবার আইসিসির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে টেস্ট র্যাংকিং তালিকা। ব্যাটিংয়ের তালিকায় শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জো রুট । তার পয়েন্ট ৮৮৮। দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামস। তার পায়নি ৮৬৭। হ্যারি ব্রুক রয়েছেন তৃতীয় স্থানে ৮৬২পয়েন্ট নিয়ে। ভারতের অধিনায়ক শুভমন গিল রয়েছেন নবম স্থানে ৭৬৫ পয়েন্ট নিয়ে। যশস্বী ৮০১পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন। ৭৭৯পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছেন ঋষভ পন্থ। বোলিংয়ে নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন জসপ্রীত বুমরা। তার পয়েন্ট ৯০১। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা রয়েছেন দ্বিতীয় স্থানে ৮৫১পয়েন্ট নিয়ে। অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিংস তৃতীয় স্থানে রয়েছেন ৮৩৮ পয়েন্ট নিয়ে। ৮০৬পয়েন্ট পঞ্চম স্থানে রয়েছেন পাকিস্তানের নোমান আলি। ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে লর্ডসে ২২রানে হারের পর ২-১ পিছিয়ে পড়েছে ভারত। আগামী ২৩ তারিখ সিরিজে সমতা ফেরানোর উদ্দেশ্যে সিরিজের চতুর্থ ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে নামবে ইংল্যান্ড ও ভারত। এই ম্যাচে সম্ভবত খেলবেননা বুমরা। ফলে আকাশদ্বীপ , সিরাজদের কাঁধেই থাকবে বোলিংয়ের গুরুদায়িত্ব।
ICC Test Ranking
টেস্ট র্যাংকিং শীর্ষে রুট- ব্রুকরা, বোলিংয়ে শীর্ষে বুমরা

×
Comments :0