CALCUTTA FOOTBALL LEAGUE

কলকাতা লিগে জয় মোহনবাগানের

খেলা

ছবি সৌজন্য - মোহনবাগান সুপার জায়ান্ট অফিসিয়াল ফেসবুক পেজ

কল্যাণী স্টেডিয়ামে কালীঘাট মিলন সংঘকে ২-১ গোলে হারাল মোহনবাগান। ম্যাচের ৩মিনিটের মাথায় পাসাং তামাংয়ের গোলে এগিয়ে যায় মোহনবাগান। অধিনায়ক সন্দীপ মালিকের সেন্টার থেকে শরীরকে ছুঁড়ে দিয়ে হেডে গোল করেন পাসাং। কলকাতা লিগে এর আগেও একটি সুন্দর গোল করেছিলেন পাসাং। ৩৩মিনিটে গোল শোধ দেন কালীঘাটের সুরজিৎ হালদার। প্রথমার্ধে এই স্কোরলাইন থাকার পর দ্বিতীয়ার্ধের বেশ খানিকটা সময় জুড়েই আক্রমণ চালিয়ে গেলেও গোল করতে পারেনি সবুজ মেরুন। তবে ম্যাচের শেষের দিকে গোল করে দলকে এগিয়ে দেন মোহনবাগানের কিরণ রাই। ডার্বির আগে ম্যাচ জিতে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেল সবুজ মেরুন। আগামী শনিবার এই কল্যাণী স্টেডিয়ামেই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে মোহনবাগান। 

Comments :0

Login to leave a comment