জম্মু কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এর পাশাপাশি একই দানি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেস নেতাদের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে আসন্ন বাদল অধিবেশনে জম্মু কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার পক্ষে বিল আনার।
চিঠিতে উল্লেখ করা হয়েছে যে প্রধানমন্ত্রী একাধিক বার দাবি করেছেন যে জম্মু এবং কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে কিন্তু সেই কাজ করা হয়নি।
২০১৯ সালের ৫ আগস্ট ৩৬০ ধারা বাতিল করে জম্মু এবং কাশ্মীরকে কেন্দ্র শাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়। সূত্রের খবর চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘অতীতে একাধিক কেন্দ্র শাসিত অঞ্চলকে রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছে। কিন্তু এই প্রথম জম্মু এবং কাশ্মীরের ক্ষেত্রে লক্ষ করা যায় যে একটি রাজ্যকে কেন্দ্র শাসিত অঞ্চলে পরিনত করার।’
উল্লেখ্য ৩৭০ ধারা বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের মামলায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয় যে জম্মু এবং কাশ্মীরে ফের পুর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে।
কংগ্রেসের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জম্মু এবং কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি বলেছেন, ‘‘রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গেকে ধন্যবাদ জম্মু এবং কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার জন্য। লোকসভা নির্বাচনের প্রচার সহ বিভিন্ন সময় রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু তা বাস্তবায়িত হয়নি। আমরা দাবি জানাচ্ছি পুনরায় রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার।’’
Jammu and Kashmir
জম্মু এবং কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি রাহুল - খাড়গের

×
Comments :0