বিনামূল্যে আরও এক বছর প্যান আধার কার্ড লিঙ্কের ব্যবস্থা করার দাবি জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি দিলেন সিআইটিইউ নেতা তপন সেন। চিঠিতে তিনি জানান, গত বছর মার্চে সেন্ট্রাল বোর্ড অব ডায়রেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) চলতি বছরের ৩১ মার্চের মধ্যে প্যান আধার কার্ড লিঙ্ক করার নির্দেশ দেয়।
যদি তা না হয়ে তবে প্যান কার্ডের কার্যকারিতা থাকবে না। এদিকে বহু আধার কার্ড গ্রাহকের এখনো লিঙ্কের কাজ সারা হয়নি। এতে প্যান কার্ডর কার্যকারিতা থাকবে না বলে উদ্বেগ ছড়িয়েছে। এক্ষেত্রে আরও এক বছর বিনামূল্যে প্যান আধারের লিঙ্ক সময় সীমা বাড়ানোর তিনি দাবি জানান।
মন্তব্যসমূহ :0