de bruyin & modric joins serie ' a '

সিরি ' এ '-র গরিমা ফেরাতে আসরে ডিব্রুইন , মড্রিচরা

খেলা

গত সোমবারই নিজের নতুন ক্লাব এসি মিলানে সই করেছেন লুকা মড্রিচ। কিছুদিন আগে ম্যানসিটি ছেড়ে নাপোলিতে যোগ দিয়েছেন  কেবিন ডি ব্রুইন। ফলে ইতালিয়ান লিগের গরিমা এখন রয়েছে এই দুই শিল্পী ফুটবলারের হাতেই। একসময় নাপোলিতে মারাদোনা । এসি মিলানে   ' ডাচ ত্রয়ী ' বাস্তেন , গুলিট ও রাইকার্ড। ইন্টার মিলানে ক্লিন্সম্যান  , লোথার ম্যাথিউসদের মতো জার্মান ফুটবলারদের ন্যায় মুখর হয়ে উঠত ইতালিয়ান লিগ। তবে বেশ কিছু বছর ধরেই বিশ্ব ফুটবল যেন কিছুটা মুখ ঘুরিয়ে নিয়েছে ইতালিয়ান লিগ থেকে। এর কারণ অবশ্যই ইতালি জাতীয় দলের ধারাবাহিকতার অভাব। ৪বারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি শেষ কয়েকবছরে আন্তর্জাতিক স্তরে খুবই কম মুখ দেখাতে পেরেছে। ২০২১সালে ইউরো জয়ের পর ২০২২ সালেও বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে ব্যার্থ হয়েছিল ' আজুরি ' রা। তবে ইতালিয়ান লিগে লড়াই চলেছে ক্রমাগতই। জুভেন্তাসের একাধিপত্য শেষ করে ইন্টার মিলান বেশ কয়েকবার জয় করেছে এই খেতাব। এই বছর জিতেছে নাপোলি। পিরলো , রোনাল্ডিনহো , লোথার ম্যাথিউস , কাকার মতো মিডফিল্ডাররা এই লিগে খেলে গেছেন। তাই এবার এই লিগের গরিমা ফেরানোর হাল ধরবেন কেবিন ডি ব্রুইন , লুকা মড্রিচের মত তারকারা। 

Comments :0

Login to leave a comment