siliguri bhutia market

শীত পড়েনি, কিন্তু শীতের পোষাকে ভরা শিলিগুড়ি শহর

জেলা

শীতে শিলিগুড়ির সবচাইতে বড় আকর্ষণ হাকিমপাড়া হরেন মুখার্জি রোডে ভুটিয়া বাজার। শহর ও সংলগ্ন এলাকার বহু মানুষ শীতের মরশুমে গরম জামা কাপড়ের এই বাজারটির জন্য অপেক্ষা করে থাকেন। শীত পড়লেই দার্জিলিং ও তার পার্শ্ববর্তী পাহাড়ি এলাকা থেকে শীতের পোশাকের সম্ভার নিয়ে সমতলে নেমে আসতেন ভুটিয়া সম্প্রদায়ের মানুষ। বছরের পর বছর ধরে এই ভুটিয়াদের পসরা নিয়েই গড়ে উঠে শিলিগুড়ির ভুটিয়া বাজার। তবে অন্যান্য বছর এই সময়ে ভুটিয়া বাজার উপচে পড়া ভিড় থাকে। এবার তা নেই। টুকটাক যা বিক্রি হচ্ছে। তবে ভুটিয়া মার্কেটে এখন পাহাড় থেকে ভুটিয়া ব্যবসায়ীদের সংখ্যা অনেকটাই কমে গেছে। এখন এই বাজারে হাতে বোনা শীতের পোশাকের জায়গায় রেডিমেড পোশাক বেশি মেলে। 
মার্কেটের অনেকটাই স্থানীয় ব্যবসায়ীরা দখল নিয়েছে। হিলকার্ট রোডেও গরম জামা কাপড়ের রকমারি পসরা সাজিয়ে বসেছেন হকাররা। তাদেরও এক কথা অনলাইন কেনাকাটার প্রবণতায় বিক্রি এক প্রকার নেই।

তবে থরে থরে সাজানো পাহাড়ি কমলা লেবু কিন্তু জানান দিয়েছে শীত আসছে। পরিযায়ী পাখীদেরও ভিড় জমছে মহানন্দা ক্যানাল ধরে। ভোরের দিকে কুয়াশাও অল্প স্বল্প জমাট বাঁধতে শুরু করেছে। আবহাওয়া দপ্তরের কথায় শীত আর কয়েকটা দিনের অপেক্ষা। ডিসেম্বরের প্রথম সপ্তাহ পার হতে চলেছে। তবু এখনও সেভাবে উত্তরে শীত পড়েনি। শিলিগুড়িতে দিনের বেলায় বেশ গরম। হালকা পাখাও চলে। সন্ধ্যার পর কিছুটা ঠান্ডা অনুভব করা যায়। পাহাড়ের হিমেল বাতাস এখনও গায়ে লাগছে না। একটা হাফ সোয়েটারেই যথেষ্ট। তবু শীত বলে কথা। বিশেষ করে পাহাড়ের এত কাছাকাছি শিলিগুড়িতে ডিসেম্বরেরও ঠান্ডা নেই ভাবতেই পারছেন না কলকাতা থেকে আসা পর্যটকরা।

Comments :0

Login to leave a comment