Tea Estate Banarhat

বেতন বকেয়া রেখে রাতারাতি বন্ধ বানারহাটের চা বাগান

জেলা

শনিবার বাগান বন্ধের পর বিক্ষোভ শ্রমিকদের। ছবি: সঞ্জিত দে

আচমকা ডুয়ার্সের বানারহাট থানার  মোগলকাটা চা বাগান বন্ধ হয়ে গেল শনিবার। সকালে বাগানে গিয়ে শ্রমিকরা দেখেন যে সব বন্ধ। ম্যানেজার সহ দপ্তর কর্মীরা রাতের মধ্যে চলে গিয়েছেন,
কয়েক সপ্তাহ ধরে বেতন পাচ্ছিলেন না বাগানের স্থায়ী ও অস্থায়ী শ্রমিকরা। এরপর বাগান বন্ধ থেকে বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা।
এই বাগানে অস্থায়ী কর্মীদের ২ সপ্তাহ এবং স্থায়ী ৩ সপ্তাহ বেতন বাকি। পুজোর বোনাসের ২০ শতাংশের মধ্যে ১৬ শতাংশ বাকি। শ্রমিকরা কয়েকদিন আগে ম্যানেজারকে ডেপুটেশন দেন। ম্যানেজার বলেন যে হেড অফিসে জানানো হবে। শ্রমিকরা তিন দিন সময় দেন। 
শ্রমিকরা সেদিনই বলেন, বেতন বন্ধ রাখলে কাজ চালানো কিভাবে সম্ভব। কিন্তু সেই সঙ্গেই বলেন যে কোনোভাবেই বাগান বন্ধ হোক চাই না। 
গত শুক্রবারও বেতন না পেয়ে ম্যানেজারকে ঘেরাও করেন শ্রমিকরা। শনিবার সকালে গিয়ে দেখেন ম্যানেজার সহ দপ্তর কর্মীরা বাগান ছেড়ে রাতের মধ্যে চলে গিয়েছেন। 
শ্রমিকরা বলেছেন, বেতন কম হলেও চালু রাখা হোক। তা না হলে তো না খেয়ে থাকতে হচ্ছে।
বাগান বন্ধের খবর পেয়ে সিআইটিইউ নেতৃত্ব যান। জেলা সহকারী শ্রম কমিশনারের সঙ্গে কথা হয়। সোমবার ত্রিপাক্ষিক বৈঠক হওয়ার কথা।

Comments :0

Login to leave a comment