বাড়ি বাড়ি গিয়েও প্রায় ৬০ লক্ষ এনিউমারেশন ফরম ভোটারদের হাতে পৌঁছানো যায়নি।
গত ৪ নভেম্বর থেকে বাড়ি, বাড়ি এনিউমারেশন ফরম বিলি করার নির্দেশ ছিল বিএলও’দের। ২০২৫ সালের ভোটার তালিকা অনুযায়ী প্রত্যেক ভোটারদের জন্য নির্দিষ্ট ছাপানো ফরম নিয়ে বাড়ি, বাড়ি পৌঁছেছিলেন বিএলও’রা। ফরম বিলি করার কাজ প্রায় শেষ পর্যায়ে। নির্বাচন কমিশন সূত্রের খবর, প্রায় ৯৫ শতাংশ ভোটারের কাছে ইতিমধ্যেই বিলি করা হয়েছে এনিউমারেশন ফরম। সংখ্যার হিসাবে প্রায় ৭ কোটি ২২ লক্ষ ভোটারদের কাছে গেছে গণনাপত্র। নির্বাচন কমিশনের একটি শীর্ষ সূত্রে জানা গেছে, বিলি করা এনিউমারেশন ফরমের মধ্যে প্রায় ৬০ লক্ষ ফরম নেওয়ার জন্য সেই ভোটারদের খোঁজই মেলেনি।
বিলি না হওয়া এনিউমারেশন ফরম নিয়ে সমস্যায় থাকা বিএলও’দের কাছে নির্বাচন কমিশনের তরফ থেকে একটি নির্দেশ পৌঁছে দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, তিন বার বাড়ি ঘুরে আসার পরেও বিলি না হওয়া এনিউমারেশন ফরমকে বন্টন করা হয়েছে বলে বিএলও’রা তাঁদের অ্যাপ মারফৎ জানিয়ে দেবে। চলতি মাসের শেষদিন পর্যন্ত বিলি না হওয়া এনিউমারেশন ফরম কোনো ভোটার নিতে না এলে তাঁদের ‘অনুপস্থিত’ বা ‘অসংগ্রহযোগ্য’ বলে চিহ্নিত করা হবে।
ফরম বিলি না হওয়ার কারণ হিসাবে কমিশন অবশ্য বিষয়টিকে স্বাভাবিক নজরেই দেখছে। কমিশন সূত্রে জানা গেছে, মূলত শহর ও শহর লাগোয়া এলাকাতেই বাড়ি, বাড়ি গিয়ে ভোটার তালিকা অনুযায়ী এনিউমারেশন ফরম বিলি করার সময় ভোটারদের খোঁজ পাওয়া যায়নি। নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, ‘‘প্রথমত স্থানান্তরিত হয়ে যাওয়া ভোটারদের ক্ষেত্রে ফরম বিলি করা যায়নি। আর দ্বিতীয়ত, এলাকার মানুষের কাছে সন্ধান করেও খোঁজ পাওয়া যায়নি ভোটারের। ফলে সেসব বিলি করতে পারেননি বিএলও’রা।’’ তবে স্থানান্তরিত হয়ে যাওয়া ভোটারের সংখ্যাই বেশি। খোঁজ দিতে না পারা ভোটারের সংখ্যা খুবই নগণ্য।
৪ নভেম্বর থেকে ফরম নিয়ে বাড়ি, বাড়ি যাওয়ার পর থেকেও বহু বাড়িতে দু’বার গিয়েও বিএলও’রা ভোটারকে পাননি। প্রশিক্ষণ পর্বে বিএলও’দের নির্দেশ দেওয়া হয়েছিল, ভোটারের বাড়িতে দু’বার যাওয়ার পর তাঁকে না পাওয়া গেলে দরজার নিচ দিয়ে ফরম ঢুকিয়ে দিয়ে আসতে। কিন্তু পরবর্তীকালে এই নিয়মের পরিবর্তন করে কমিশন। ভোটারকে দু’বার গিয়ে খুঁজে না পাওয়া গেলে বাড়ির দরজায় হাতে নোটিশ আকারে লিখে তার ছবি তুলে নিতে বলা হয়েছিল বিএলও’দের। বেশ কিছু জেলায় এই পদ্ধতি নেওয়া হয়। কিন্তু তার পরেও বিএলও’র সঙ্গে যোগাযোগ না করা ভোটারদের ‘নট ট্রেসেবল’ বলে বিএলও’রা জানিয়ে দিয়েছেন।
খোঁজ না পাওয়া ভোটারদের ফরম নিয়ে কার্যত আতান্তরে পড়তে হচ্ছে বিএলও’দের। কারণ, কমিশনের কাছ থেকে নিত্য নতুন নির্দেশের ফলে জেরবার বিএলও’রা। এনিউমারেশন ফরম বাড়ির ঠিকানায় নিয়ে গিয়েও খোঁজ না মেলা ভোটারদের শুরুতে পরিবারের সদস্যদের কাছেই গণনাপত্র দিয়ে আসেন বিএলও’রা। বিশেষ করে রাজ্যের গ্রামাঞ্চলে মৃত ও স্থানান্তরিত ভোটারদের পরিবারের সদস্যদের কাছে ফরম বিলি করা হয়ে গেছে। রাজ্যের গ্রামাঞ্চলে এসআইআর’র সঙ্গে যুক্ত বিএলও’রা জানাচ্ছেন, বাড়ি, বাড়ি গিয়ে দু’ধরনের স্থানান্তরিত ভোটারদের খোঁজ পাওয়া গেছে। মেয়েদের ক্ষেত্রে বিয়ে হয়ে যাওয়ার কারণে বাপের বাড়িতে ভোটার তালিকায় নাম আছে। আবার শ্বশুরবাড়ি যাওয়ার পর সেখানেও ভোটার তালিকায় নাম উঠেছে। এই ধরনের ক্ষেত্রে বিএলও’রা এনিউমারেশন ফরম পরিবারের সদস্যদের হাতে দিয়ে এসেছে। ফরম পূরণ করে ফেরত নেওয়ার সময় পরিবারের সদস্যদের কাছ থেকে স্থানান্তরিত কথাটি লিখিয়ে জমা নিচ্ছে। আর দ্বিতীয় স্থানান্তরিত অংশটি হলো, গ্রামে বাড়ি আছে। কিন্তু এখন শহরে চলে যাওয়ার কারণে গ্রাম ও শহর দুই জায়গাতেই ভোটার তালিকার নাম আছে। এই ধরনের স্থানান্তর ভোটারদের ফরম বিলি না করে ‘নট ট্রেসেবল’ বলে এনিউমারেশন ফরম নিজের কাছে রেখে দিচ্ছেন বিএলও’রা।
তবে বাড়ি, বাড়ি যাওয়ার পর বিপুল সংখ্যায় ফরম ভোটারদের হাতে তুলে না দিতে পারার সমস্যা সবথেকে বেশি শহর ও শহর লাগোয়া এলাকাগুলিতেই। বিশেষ করে গরিব মানুষের বস্তি এলাকাতেই স্থানান্তরিত হওয়ার কারণে ভোটার এনিউমারেশন ফরম বিলি করতে গিয়ে সমস্যায় পড়ছেন বিএলও’রা।
60 lakh voters missing
খোঁজ মেলেনি ৬০ লক্ষ ভোটারের
×
Comments :0