উলুবেড়িয়ায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় অবশেষে ঘটনাস্থলে এলো ফরেন্সিক দল। ৩ সদস্যের একটি দল বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন। তারা ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেন। এছাড়াও ঘটনাস্থলে আসে উলুবেড়িয়া থানার আইসির নেতৃত্বে পুলিশ বাহিনী। এদিন দুপুরে ফরেন্সিকের দল ঘটনাস্থলে যে ঘরে আগুন লাগে সেই ঘরে গিয়ে নমুনা সংগ্রহ করেন। পরে ঘরের উপরে দোকান ঘরের নমুনা সংগ্রহ করে। দোকানের বিভিন্ন জিনিস থেকে নমুনা সংগ্রহ করে একটি প্লাস্টিক ব্যাগে করে নিয়ে যায় ফরেন্সিক দল। বাড়ির মালিকের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলে ফরেনসিক দলের সদস্যরা।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফরেন্সিক দলের সদস্য ড. দেবাশীষ সাহা বলেন, পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। ল্যাবে পরীক্ষার পর আগুন লাগার সঠিক কারন জানা যাবে।  
উল্লেখ্য, গত শুক্রবার অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তিন শিশুর। পরে মঙ্গলবার চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু হয় আরো একদিন নাবালিকার। এলাকাবাস বাসিন্দারা অভিযোগ করে, বেআইনিভাবে কাটা তেল মজুদ করার পরেই এই দুর্ঘটনা ঘটে। যদিও প্রশাসন সেই কথা অস্বীকার করে। দীর্ঘদিন ধরেই এলাকার মানুষের চাপ ছিল এই ঘটনা সঠিক তদন্ত হোক। তারপরেই ঘটনা ঘটার ৬দিন পরে ঘটনাস্থলে এলো ফরেন্সিক দল।
Uluberia Blast
ঘটনার ৬ দিন পরে উলুবেড়িয়ায় ফরেন্সিক দল
 
                                    
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0