ICDS workers protest

২৬হাজার টাকা বেতন ও সামাজিক সুরক্ষার দাবিতে আইসিডিএস কর্মীদের বিক্ষোভ মেদিনীপুরে

জেলা

মেদিনীপুর শহরে জেলা শাসক দপ্তর অভিযান সহ বিক্ষোভ ডেপুটেশন আইসিডিএস কর্মী সমিতির।

নির্দিষ্ট কাজের গন্ডির বাইরে আইসিডিএস কর্মীদের উপর দিনে নানান কাজ চাপিয়ে ১২-১৪ ঘন্টা কাজ করানোর প্রশাসনিক ফতোয়ার প্রতিকার সহ কর্মীদের সরকারী কর্মী হিসাবে মান্যতা দেওয়ার দাবীতে বিক্ষোভ মিছিল ডেপুটেশন কেন্দ্র করে মেদিনীপুর শহরের কালেক্টরেট চত্বর উত্তাল হয়। জেলা শাষক দপ্তরের গেট সহ সামনের চার লেনের সড়ক রাস্তা দখল করে চলে বিক্ষোভ বেলা ১ টা থেকে বিকাল ৪টে পর্যন্ত। প্রখর রোদ্রের মধ্যে নাছোড় বন্তা জেদ নিয়ে শতশত আইসিডিএস কর্মীদের অবস্থান বিক্ষোভে মেদিনীপুর শহরের ব্যাস্ততম স্থান স্তব্ধ হয়ে পড়ে।
বিক্ষোভ সভায় সিআইটিইউ জেলা সম্পাদক গোপাল প্রামানিক বলেন, "কেন্দ্রের বিজেপি সরকারের কালা শ্রমকোড আইন সহ দিনে ১২ ঘন্টা কাজ করানোর যে পদক্ষেপ, এরাজ্যে তৃণমূল সরকার তা কার্যকর করছে। আর কর্মীদের ন্যুনতম বেতন দেওয়ার প্রশ্নে নীরব। সরকার তার ভান্ডারের টাকা কর্পোরেট, পুঁজিপতিদের স্বার্থ রক্ষার দালালি করতে ব্যাবহার করে। আর আইসিডিএস, আশা সহ মানব সম্পদ উন্নয়নের নানান বিভাগের কর্মীদের সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ন্যুনতম মজুরী ২৬ হাজার টাকা না দিয়ে বঞ্চিত করে রেখেছে বছরের পর বছর।

বিক্ষোভ অবস্থানে সংগঠনের জেলা সম্পাদিকা বলেন, "আজকের এই কমসূচীকে বানচাল করতে সবং, পিংলা, গড়বেতাতে শাষক দল তৃণমূল বাধা দেয়। সবং এর বিধায়ক মন্ত্রী মানস ভূঁইয়া কেন্দ্র গুলিতে তার তাবেদার বাহিনী পাঠিয়ে আইসিডিএস কর্মীদের আজকের কর্মসূচিতে আসতে বাধা দেয়। সেই বাধা উপেক্ষা করে সবং থেকে তিনটি গাড়ীতে কর্মীরা সামিল হয় এই আন্দোলনে।"
তিনি আরও বলেন, "পুষ্টিকর খাবার যে তালিকা ধরানো হয়েছে তার জন্য বরাদ্দ বাড়ানো হয়নি। তার উপর দিন দিন কী খাবার তৈরী হচ্ছে তার ছবি সরকারী দপ্তর ও শিশু এবং প্রসূতিদের পরিবারে পাঠাতে হলে যে এন্ড্রয়েড ফোন দরকার তা সরকারকে দিতে হবে।"
মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা শাসক দপ্তরে গেটে পৌঁছানোর পরও দফায় দফায় শতশত আইসিডিএস কর্মীরা মিছিল করে সামিল হয়। এই মিছিলে অংশ গ্রহন করেন সিআইটিইউ নেতৃত্ব বিজয় পাল, কমল পলমল, সবুজ ঘোড়াই সহ নেতৃবৃন্দ।
দাবী ওঠে ন্যুনতম মাসিক ২৬ হাজার টাকা বেতন সহ সামাজিক সুরক্ষার। সরকারী নিয়মানুযায়ী অবসরকালীন এক সাথে ৫ লক্ষ টাকা সহ পেনশন ভাতা চালুর দাবী সহ কেন্দ্র গুলির পরিকাঠামো ও রান্নার ঘর নির্মাণ সহ একাধিক দাবীতে বিক্ষোভ মিছিল সহ অবস্থান ও ডেপুটেশন কর্মসূচী হয়। জেলা শাসক দপ্তরে সংগঠনের সভাপতি ডালিয়া ভট্টাচার্য নেতৃত্বে ৫ জন যান ডেপুটেশন দিতে। জেলা শাসক এমন দাবী গুলি উচ্চতর দপ্তরে নোট দিয়ে পাঠাবেন বলেন জানিয়েছেন।

Comments :0

Login to leave a comment