কবিতা
মুক্তধারা
ডানকুনি বইমেলা রজত জয়ন্তী বর্ষে
নিজস্ব সংবাদদাতা
১ জানুয়ারি ২০২৬ | বর্ষ ৩
নিজস্ব সংবাদদাতা
ডানকুনি ক্লাব সংগঠন সমন্বয় কমিটির পরিচালিত রজত জয়ন্তী বর্ষের ডানকুনি বইমেলা শনিবার ডানকুনি স্পোটিং ক্লাব ময়দানে শুরু হলো। বইয়ের জন্য হাঁটুন- এই আহ্বান জানিয়ে ডানকুনি হাউজিং থেকে পদযাত্রা আসে বইমেলা প্রাঙ্গণে। প্রদীপ জ্বালিয়ে বইমেলার উদ্বোধন করেন সাহিত্যিক সুকান্ত গঙ্গোপাধ্যায়। উপস্থিত ছিলেন সাহিত্যেক ত্রিদিব চট্টোপাধ্যায় ও সূর্য নারায়ণ পাণীগ্রাহী। পতাকা উত্তোলন ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করা হয়। বইমেলায় কলকাতার দামী পুস্তক প্রকাশনা সংস্থার বুকস্টল ছাড়া বাণিজ্যিক স্টল রয়েছে। প্রতিদিন মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান , নাটক ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য আরাত্রিকা সিনহার সঙ্গীত পরিবেশনা, মালদহর গম্ভীরা, ক্যালকাটা ইয়ুথ কয়ারের বৃন্দগান, কুইজ প্রতিযোগিতা, ছোটদের বসে আঁকার আসর, পুতুলনাটক ও বিভিন্ন সংস্থার নাটক। মেলার শেষদিনে মেলাপ্রাঙ্গনে বইমেলার প্রতিষ্ঠাতা মুখ্যসংগঠক প্রয়াত মানিক দাসের স্মরণে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। বইমেলায় শিল্পী সলিল চৌধুরীর স্মরণে চিত্রশিল্পী মনীষ দেবের সৃজনে একটি অসাধারণ পোস্টার প্রদর্শনী সকলের দৃষ্টি কেড়ে নিচ্ছে। বইমেলার প্রবেশ তোরণ ও কার্যালয়ের পরিকল্পনা ও রূপায়ণ শিল্পী মনীষ দেবের সৌজন্যে।বইমেলা চলবে ৪ জানুয়ারি পর্যন্ত।
ডানকুনি, ২৭ ডিসেম্বর ২০২৫
Comments :0