UTSAVE ANUVABE / POETRY / NIRMALENDHU SHAKHARU / ALOR UTSAV / NATUNPATA / 22 OCTOBER 2025 / 3rd YEAR

উৎসবে অনুভবে — কবিতা — নির্মলেন্দু শাখারু — আলোর উৎসব — নতুনপাতা — ২২ অক্টোবর ২০২৫, বর্ষ ৩

ছোটদের বিভাগ

UTSAVE ANUVABE  POETRY  NIRMALENDHU SHAKHARU  ALOR UTSAV  NATUNPATA  22 OCTOBER 2025  3rd YEAR

উৎসবে অনুভবে  

কবিতা

আলোর উৎসব 

  ----------------------------- 
   নির্মলেন্দু শাখারু
  ----------------------------- 

নতুনপাতা  

২২ অক্টোবর ২০২৫, বর্ষ ৩ 
          

আকাশপ্রদীপ আকাশজুড়ে 
প্রদীপ জ্বালাও গৃহ-দ্বারে-- 
এসো আলো গায়ে মাখি 
আর থাকা নয় অন্ধকারে!

আতশবাজি রংমশালে--
উঠবে মেতে দীপাবলি--
আলোর মালায় সাজায় ভুবন-- 
আলোর রঙে তিথি পালি!

আলোয় আমার নয়ন ধোয়া 
আলোয় হবে হৃদয় খোলা--
আলোর গানেই মুক্তির সুর 
যায় কখনো সে-গান ভোলা?

মনের আঁধার ঘুচবে জেনো
একশ প্রদীপ দেব জ্বেলে...
ফুলঝুরি তার ছড়াক আলো 
আমরা দেখি দু-চোখ মেলে!

Comments :0

Login to leave a comment