উৎসবে অনুভবে
কবিতা
দীপাবলি
-----------------------------
মহুয়া দাস হাজরা
-----------------------------
নতুনপাতা
২১ অক্টোবর ২০২৫, বর্ষ ৩
আকাশের তারাগুলো
নীচে এল নেমে
আলোময় ভুবনে
রাত গেল থেমে।
চোদ্দ দীপের আলোয়
চিনে নিয়ে ঘর
পূর্বপুরুষেরা যেন
ফিরছে আবার।
হেমন্ত নিয়ে এল
শিরশিরে ভাব
দীপমালা মুছে দেয়
সকল অভাব।
Comments :0