DURAND CUP 2025

জুলাইয়ে বসছে ডুরান্ড কাপের আসর

খেলা

আগামী ১৮জুলাই থেকে ফের শুরু হয়ে যাচ্ছে ডুরান্ড কাপ প্রতিযোগিতা। ভারত তথা এশিয়ার অন্যতম প্রাচীন এই প্রতিযোগিতার এটি ১৩৭তম আসর। সবথেকে বেশিবার এই প্রতিযোগিতা জিতেছে মোহনবাগান। ২০২৩এ ইস্টবেঙ্গলকে হারিয়ে সর্বাধিক ১৭বার এই শিরোপা জিতেছিল সবুজ মেরুন। গতবারও ফাইনালে উঠেছিল মোহনবাগান। তবে সকলকে চমকে দিয়ে জুয়ান পেদ্রোর নর্থইস্ট টাইব্রেকারে হারিয়ে দিয়েছিল মোহনবাগানকে। প্রথমবার কোনো সর্বভারতীয় ট্রফি জয় করেছিল জন আব্রাহামের ' হাইল্যান্ডার্স 'রা। মরশুম শুরুর আগেই দল গোছানো আরম্ভ করে দিয়েছে সবাই। সমস্ত ক্লাবগুলির প্রথম পরীক্ষা এই ডুরান্ড কাপ। কলকাতার পাশাপাশি কোঝিকোড় , জামশেদপুর ও ইম্ফলেও হবে ম্যাচগুলি। খুয়ান লাম্পাক স্টেডিয়ামে বেশ কিছু ম্যাচ হতে চলেছে। সেপ্টেম্বরে আইএসএল শুরুর আগে প্রিসিজন এই প্রতিযোগিতায় সমস্ত কোচেরা সুযোগ পাবেন তাদের দলকে গুছিয়ে নেওয়ার। এই প্রতিযোগিতা সম্ভবত শেষ হতে চলেছে আগামী ২৩আগস্ট। প্রতি বছর সেনারা এই প্রতিযোগিতার আয়োজন করে থাকেন। তবে শোনা যাচ্ছে যে এইবার তারা আর এই দায়িত্ব নিতে চাইছেন না। এই বছর সম্ভবত ফিরতে চলেছে ঐতিহ্যের ফেডারেশন কাপও।

Comments :0

Login to leave a comment