দামের জ্বালা মারাত্মক। চালের দামও চড়া। তার ওপর রোজগারের চিন্তা। সেসব আড়াল করতে বিভাজনের খেলা, চলছে যুদ্ধের উন্মাদনা।
দেশ আর রাজ্যে আসীন দুই সরকারকে প্রশ্নের মুখে রেখে জীবনযন্ত্রণার এই বৃত্তান্তে সরব হলো খানাকুলের মিছিল। রবিবার সিপিআই (এম) খানাকুল-২ এরিয়া কমিটির উদ্যোগে রাজহাটী বাজার এলাকায় মিছিল হয়।
কৃষকের জন্য ফসলের লাভজনক দাম, অবিলম্বে ১০০ দিনের কাজ চালু করা, দেশে ধর্মের নামে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে এবং যুদ্ধ উন্মাদনা তৈরির বিরুদ্ধে হয় মিছিল। মিছিলে ছিলেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য এবং হুগলী জেলা সম্পাদক দেবব্রত ঘোষ, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য পূর্ণেন্দু চ্যাটার্জি, জেলা কমিটির সদস্য ভজহরি ভূঁইয়া, জাহাঙ্গীর আলম ও এরিয়া কমিটির সম্পাদক ওবাইদুল কবীর সহ নেতৃবৃন্দ।
মিছিল রাজহাটিতে এরিয়া কমিটির অফিসের সামনে থেকে শুরু হয়ে মধ্যাড়ঙ্গ হয়ে সমগ্র রাজহাটি বাজার পর্যন্ত দুই কিমি রাস্তা ঘুরে রাজহাটি ভীমতলা বাসস্ট্যান্ডে শেষ হয়। লাল ঝান্ডার বিরাট মিছিল এলাকায় সাড়া ফেলে দেয়। মিছিল দেখতে রাস্তার দু 'ধারে বহু মানুষ ভিড় করেন।
মিছিল শেষে ভীমতলা বাসস্ট্যান্ডে পথসভা হয়। মিছিলে সাতশোর বেশি সিপিআই(এম) কর্মী এবং সমর্থক অংশ নেন। মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
Khanakul Rally CPI-M
দামের জ্বালা ধর্মের বেড়া মানে না, বোঝালো খানাকুলের সম্প্রীতি মিছিল

×
Comments :0