Congress Trump

সংঘর্ষবিরতির ঘোষণায় ট্রাম্প, কলকাতায় প্রতিবাদ কংগ্রেসের

রাজ্য

ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়ে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কেন। এই প্রশ্ন তুলে কলকাতার বিড়লা তারামণ্ডলের সামনে ইন্দিরা গান্ধীর মূর্তির নিচে অবস্থান বিক্ষোভ করল প্রদেশ কংগ্রেস। 
বুধবার বিকেল সাড়ে চারটে থেকে সাড়ে ছটা পর্যন্ত অবস্থান করে কংগ্রেস। কংগ্রেস প্রশ্ন তুলেছে যে ভারত-পাকিস্তানের সংঘর্ষবিরতির ঘোষণা আমেরিকা কেন করবে। বিষয়টি দ্বিপাক্ষিক। ভারতের বিদেশনীতি ও সার্বিকভাবে সার্বভৌমত্বের ওপর আঘাত এই ঘটনা। 
এদিনের অবস্থানে ডোনাল্ড ট্রাম্পের কুশপুতুলও দাহ করে কংগ্রেস। এ দিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, কংগ্রেসের প্রবীণ নেতা প্রদীপ ভট্টাচার্য সহ প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দ। 
শুভঙ্কর সরকার বলেন, "ভারতের বিদেশ নীতির উপর আঘাত এসেছে। ট্রাম্প কী ভাবে বাইরে থেকে যুদ্ধ বিরতি ঘোষণা করতে পারেন? এতে ভারতের সার্বভৌমত্বের উপর আঘাত আসে। এর তীব্র নিন্দা করছি। আমার তাই ট্রাম্পের কুশপুতুল জ্বালিয়েছি।"
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রধান মন্ত্রীকে চিঠি লিখে দাবি করেছেন সংসদের বিশেষ অধিবেশনে জন্য। সেই দাবির সপক্ষে শুভঙ্কর সরকার বলেন, "বিশেষ অধিবেশনে ভবিষ্যতে যাতে এই ধরনের সন্ত্রাসবাদী হামলা না হয় তার জন্য কী ভাবে আমাদের দেশের প্রশাসন সুরক্ষা ব্যবস্থা নেবে তা নিয়ে আলোচনা করা দরকার। এছাড়াও দেশের ঐক্য সম্প্রীতি রক্ষার জন্য সংসদে আলোচনা প্রয়োজন।"

Comments :0

Login to leave a comment