সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের সামনে হঠাৎই একটি গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাটি ঘটার সাথে সাথেই ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দমকলের ১৫ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে।
দিল্লির দমকল বিভাগ সূত্রে জানা যাচ্ছে, লালকেল্লার ওই মেট্রো স্টেশনের আধিকারিকরাই তাদের ঘটনাটির খবর দেন। বিস্ফোরণের ফলে পাশাপাশি থাকা বেশ কয়েকটি গাড়িতেই আগুন ছড়িয়ে পরে। দমকলকর্মীরা এবং পুলিশ একসঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চিলিয়ে যাচ্ছেন এখনও।
গোটা ঘটনায় লালকেল্লা সংলগ্ন ওই এলাকায় পুলিশের তরফে ' হাই এলার্ট ' জারি করা হয়েছে। এখনো অবধি পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় ৪ জন আহত ও ১ জনের মৃত্যু ঘটেছে। তবে মৃতের সংখ্যা বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।
কি থেকে বিস্ফোরণ হয়েছে তা যদিও এখনো জানা যায়নি।
explosion Red Fort in Delhi,1 dead
দিল্লির লালকেল্লার কাছে আকস্মিক বিস্ফোরণ, মৃত অন্তত ১
×
Comments :0