এসএফআই কলকাতা বিশ্ববিদ্যালয় ৩১ তম আঞ্চলিক সম্মেলন হবে আগামী ২৪ মে। সম্মেলনের প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয় শুক্রবার। কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে তারা প্রকাশ্য সমাবেশ করেন। বক্তব্য রাখেন এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি প্রণয় কার্য্যী, কলকাতা জেলা সম্পাদক দীধিতি রায় ও সভাপতি বর্ণনা মুখার্জি।
অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন চাই, রক্ষা করো বিশ্ববিদ্যালয়ের স্বাধিকার, বিশ্ববিদ্যালয়ের সমস্ত শূন্য পদে স্থায়ী শিক্ষক ও স্থায়ী কর্মচারী নিয়োগ করতে হবে, চাই উন্নত পরিকাঠামো সহ অন্যান্য দাবিকে সামনে রেখে তারা সম্মেলনে সংগঠিত করছেন। এসএফআই কলকাতা বিশ্ববিদ্যালয় স্লোগান দিচ্ছে 'ক্লাসরুমে সব ডেস্কে লেখো দিন বদলের গান, শপথ নিয়ে যুদ্ধে নামো, লক্ষ্য ইউনিয়ন।'
প্রকাশ্য সমাবেশে এসএফআই নেতৃবৃন্দ বলেন যে ২০১৭ পর রাজ্যের কোনও ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। নির্বাচন হয়নি কলকাতা বিশ্ববিদ্যালয়ও। তার ফলাফল টের পাচ্ছে ছাত্র-ছাত্রীরা। পড়াশোনার অবস্থা থেকে ক্যান্টিনে খাবারের দাম। সর্বত্র তার প্রভাব পড়ছে। নির্বাচন হলে ছাত্র-ছাত্রীরা মত জানাবে, প্রতিবাদ জানাবে। সেই কারণেই ছাত্রছাত্রীদের মতামতকে ভয় পাচ্ছে তৃণমূল। পুলিশ এদের হাতে আছে, প্রশাসন এদের হাতে আছে। সেই ক্ষমতা দেখিয়ে ছাত্র-ছাত্রীদেরকে দমিয়ে রাখতে চাইছে। কিন্তু দমিয়ে রাখা যাবে না।
প্রসঙ্গত, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্যাম্পাসে ইউনিয়ন রুমে তালা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসএফআই'র দীর্ঘ আন্দোলনের ফলে এই সিদ্ধান্ত নিতে হবে বাধ্য হয় কর্তৃপক্ষ। এসএফআই'র দাবি ছিল নির্বাচন হয়নি তাই অবৈধ ইউনিয়ন ইউনিয়ন রুম ব্যবহার করবে না।
SFI CU
ছাত্র সংসদ নির্বাচনের দাবি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সম্মেলনে

×
Comments :0