Elephants

বিন্নাগুড়ি-হলদিবাড়ি রাজ্য সড়কে হাতি, দেখতে ভিড় দর্শনার্থীদের

জেলা

শারদ উৎসবেও বন্যপ্রাণীর আতঙ্ক পিছু ছাড়ল না বানারহাট ব্লক এলাকার। বুধবার, নবমীর গভীর রাতে বিন্নাগুড়ি চৌপথি সংলগ্ন বিন্নাগুড়ি-হলদিবাড়ি রাজ্য সড়কে এক দলছুট হাতির আগমনে চাঞ্চল্য সৃষ্টি হয়। ​রাতে পুজো দেখে ফেরার পথে স্থানীয়দের চোখে পড়ে হাতিটি। নাছোড়বান্দা হাতিটি দীর্ঘক্ষণ রাস্তার উপর ঠায় দাঁড়িয়ে থাকায় স্তব্ধ হয়ে যায় যানচলাচল। তবে হাতির এই বিরল দৃশ্যের সাক্ষী হতে ভিড় জমান কৌতূহলী পথচারীরাও।
​খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার কর্মীরা। হাতিটি যাতে লোকালয়ে প্রবেশ করতে না পারে, তার জন্য তৎপর হন বনকর্মীরা। শেষ পর্যন্ত হলদিবাড়ি চা বাগান হয়ে হাতিটিকে মোরাঘাট জঙ্গলের দিকে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়।
​বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, ঐ দিন ২০-২৫টি হাতির একটি দল বানারহাট কার্তিক ওরাও সরকারি হিন্দি কলেজের পাশে দিনভর ছিল। সন্ধ্যায় বনকর্মীরা দলটিকে জঙ্গলে ঢুকিয়ে দিলেও, এই হাতিটি একা ফের লোকালয়ের দিকে চলে আসে। তবে, এদিন রাতে হাতির হানায় কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। ​এ প্রসঙ্গে বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার রেঞ্জার হিমাদ্রী দেবনাথ জানিয়েছেন, গয়েরকাটা-বানারহাট রাজ্য সড়কটি বন্যপ্রাণীদের করিডর। তাই এই রাস্তা দিয়ে যাতায়াতের সময়, বিশেষ করে সন্ধ্যার পর, সকলকেই বিশেষ সতর্কতা অবলম্বনের আবেদন জানিয়েছেন তিনি।

Comments :0

Login to leave a comment