শনিবার ক্লাব বিবকাপের ম্যাচে কোয়ার্টারে জয় পেল চেলসি ও ফ্লুমিনেন্স। ব্রাজিলের ক্লাব পালমেইরাসকে ২-১ গোলে হারাল চেলসি। কোল পামার গোল পেয়েছেন। অন্য গোলটি হয়েছে আত্মঘাতী। অন্য় ম্যাচে সৌদি আরবের ক্লাব আল হিলালকে হারিয়েছে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স। গোল পেয়েছেন মার্টিনেলি ও হারকিউলিস। আগামী ৯ জুলাই নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে চেলসি ও ফ্লুমিনেন্স।
শনিবার রাত ৯:৩০ তৃতীয় কোয়ার্টার ফাইনালে বড়ম্যাচ। প্যারিস সেন্ট জার্মেইনের বিরুদ্ধে নামবে বায়ার্ন মিউনিখ। ঠিক ২০২০ -র চ্যাম্পিয়ন্স লিগের পুনরাবৃত্তি যেন। সেবার কিংসলে কোম্যানের গোলে চ্যাম্পিয়ন হয়েছিল বায়ার্ন। ২০২৫এও ইন্টার মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি। ফলে এই দুই চ্যাম্পিয়ন দল নামবে একে অপরের বিরুদ্ধে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে মোট ১৪বারের মুখোমুখি সাক্ষাতে পাল্লাভারী বায়ার্নের। ৮বার তারা জিতেছে এবং ৬বার জিতেছে প্যারিসের ক্লাবটি। গ্ৰুপ পর্যায়ে সবকটি ম্যাচেই বড় ব্যবধানে জয় পেয়েছে বায়ার্ন। কোচ ভিনসেন্ট কোম্পানির অধীনে দারুন ফুটবল খেলছে দলটি। অন্যদিকে লুইস এনরিকের পিএসজি এই বছরের সেরা দল। মাঝমাঠে ভিটিনহা , জোয়াও নেভেসদের কাড়িজুড়িতেই ত্রাসের সৃষ্টি হচ্ছে বিপক্ষ দলগুলিতে। মেসির ইন্টার মায়ামিকে শেষ ১৬-র ম্যাচে ৪ গোলে পর্যদুস্ত করেছে পিএসজি। ফলে এই লড়াই মূলত হতে চলেছে বায়ার্নের পাওয়ার ফুটবল বনাম পিএসজির সৃজনশীল ফুটবলের মধ্যে। অন্য কোয়ার্টারে রাত ১:৩০টায় ( রবিবার ) নামবে রিয়াল মাদ্রিদ ও ডর্টমিউন্ড। এই দুই দলের লড়াইও ইউরোপিয়ান সার্কিটে বড়ম্যাচের তকমা পায়। ২০১২তে ক্লপ ও লেওয়ানডস্কির ডর্টমিউন্ড ৪গোল দিয়েছিল রিয়ালের বিরুদ্ধে। গত বছর ২০২৪-র চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে এই ডর্টমিউন্ডকেই ২-০ গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। ফলে এই ম্যাচও হতে চলেছে নেশা হাডাহাড্ডি।
Comments :0