Katwa Blast

কাটোয়ার গ্রামে ভয়াবহ বোমা বিস্ফোরণ, মৃত ১, আহত ১

জেলা

কাটোয়া থানার অন্তর্গত রাজুয়া গ্রামে শুক্রবার রাতে পরপর দুটি ভয়াবহ বোমা বিস্ফোরণে তীব্র চাঞ্চল্য ছড়াল। বিস্ফোরণের তীব্রতায় একাধিক বাড়ির চাল উড়ে যায়, একটি বাড়ির দেওয়াল সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। ঘটনায় এখনো পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত প্রায় ৮টা ১৫ মিনিট নাগাদ গ্রামজুড়ে প্রবল শব্দে কেঁপে ওঠে মাটি। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ঘটে দুটি ধারাবাহিক বিস্ফোরণ। বিস্ফোরণের জেরে এলাকার একাধিক বাড়িতে ফাটল দেখা দেয়। ঘটনার পর গোটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে প্রবল আতঙ্ক।আহত তুফান চৌধুরী, গুরুতর জখম
স্থানীয় বাসিন্দা তুফান চৌধুরী গুরুতর আহত অবস্থায় উদ্ধার হন। পুলিশের প্রাথমিক অনুমান, তুফান নিজেই বাইরে থেকে দুষ্কৃতীদের এনে এলাকায় বেআইনি ভাবে বোমা বাঁধার কাজ করছিলেন। সেই সময়েই দুর্ঘটনাবশত এই বিস্ফোরণ ঘটে।
ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় কাটোয়া থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকা ঘিরে ফেলা হয়েছে, শুরু হয়েছে তদন্ত। বিস্ফোরণে ব্যবহৃত উপাদানগুলি কী ছিল, কোথা থেকে এগুলি আনা হয়েছিল, তুফানের সঙ্গে আর কে বা কারা যুক্তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
ঘটনার পর থেকেই আতঙ্কিত রাজুয়া গ্রামের বাসিন্দারা। অনেকেই রাতেই গ্রাম ছেড়ে আত্মীয়দের বাড়িতে চলে যান। গ্রামবাসীদের বক্তব্য, “এমন ভয়ঙ্কর শব্দ আগে কোনোদিন শুনিনি। পুরো বাড়ি কেঁপে ওঠে। জানি না আর কী হতে পারত।”
ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিরোধীরা শাসক দলের শিথিল প্রশাসনিক ভূমিকার অভিযোগ এনেছে। শাসক দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের কাউকে ছাড়া হবে না।রাজুয়া গ্রামের এই বিস্ফোরণ ফের প্রমাণ করল, গ্রামগঞ্জেও বেআইনি বোমা তৈরির মতো বিপজ্জনক কাজ কতটা মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। পুলিশি তদন্তে আসল সত্য সামনে এলেই জানা যাবে এই বিস্ফোরণের নেপথ্যে আদৌ কোনও চক্রান্ত লুকিয়ে আছে কি না। বাালিঘাটের লড়াইও হতে পারে কারণ।

Comments :0

Login to leave a comment