মৃত যাত্রীর ওপর পরিবার কতটা নির্ভরশীল ছিল। পারিবারিক আয়ই বা কত, ক্ষতিপূরণ পেতে এয়ার ইন্ডিয়াকে জানাতে হবে তার বিশদ। আমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারবর্গকে পাঠানো ফর্মে এয়ার ইন্ডিয়া এমন সব তথ্য চাইছে।
এয়ার ইন্ডিয়ার এই ফর্ম ঘিরে দানা বেঁধেছে তুমুল বিতর্ক। আদতে রাষ্ট্রায়ত্ত সংস্থা হলেও নরেন্দ্র মোদী সরকার এয়ার ইন্ডিয়াকে বিক্রি করেছেন টাটা গোষ্ঠীর হাতে।
সংবাদসংস্থা জানাচ্ছে, বিতর্কের মধ্যে এয়ার ইন্ডিয়া দাবি করেছে এই অভিযোগ ‘ভিত্তিহীন’ এবং ‘যথার্থ নয়’।
তবে একাধিক সংবাদমাধ্যমে পরিবারবর্গ এই ফর্ম দিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে তথ্যের ভিত্তিতে ‘ক্ষতিপূরণের চূড়ান্ত অঙ্ক ঠিক করতে সুবিধা’ হবে বলে লিখেছে ওই বিমান সংস্থা। ফর্মের শেষে জানতে চাওয়া হয়েছে ক্ষতিপূরণের আবেদন যিনি করছেন তিনি মৃত যাত্রীর ওপর নির্ভরশীল ছিলেনা কিনা সে তথ্যও।
ফর্মে এয়ার ইন্ডিয়া প্রশ্ন করেছে যে মৃত যাত্রী কর্মরত ছিলেন কিনা। পেশা কী ছিল। এমনকি যেখানে কর্মরত ছিলেন সে সংস্থার প্রধান বা সংশ্লিষ্টের ফোন নম্বর ও ঠিকানাও চাওয়া হয়েছে। পরিবারের ঠিক কতজন সদস্য মৃত যাত্রীর ওপর নির্ভরশীল ছিলেন তা-ও জানাতে বলা হয়েছে আবেদনকারীকে।
ফর্মের কথাতেই স্পষ্ট যে আবেদনকারীর পাঠানো তথ্যের ভিত্তিতেই ক্ষতিপূরণের চূড়ান্ত অঙ্ক ঠিক করা হবে।
১২ জুন আমেদাবাদে ওড়ার কিছু পরেই লন্ডনগামী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান ভেঙে পড়ে বিমানবন্দরের কাছে একটি মেডিক্যাল কলেজে। একজন বাদে বিমানের ২৪২ যাত্রীই মারা গিয়েছেন এই দুর্ঘটনায়। হস্টেলে ভেঙে পড়ায় আবাসিক এবং স্থানীয় আরও ১৯জন মারা যান। তীব্র ক্ষোভ ছড়ায়। টাটা গোষ্ঠী দ্রুত জানায় যে মৃতদের নিকটজনকে ১ কোটি টাকা করে দেওয়া হবে। আরও জানানো হয়, তাৎক্ষণিকভাবে দেওয়া হবে আরও ২৫ লক্ষ টাকা যাতে জরুরি প্রয়োজনের খরচ মেটাতে পারে পরিবার।
কিন্তু ঘটনার এক মাসেরও কম সময়ের ব্যবধানে বিতর্ক দানা বেঁধেছে। ব্রিটেনের একটি আইনি পরিষেবাদাতা সংস্থা স্টিওয়ার্টস মৃত যাত্রীদের মধ্যে ৪০টি পরিবারের প্রতিনিধি হয়েছে। এই সংস্থাই অভিযোগ তুলেছে যে আর্থিক তথ্য জানানোর জন্য বিভিন্ন পরিবারকে ‘চাপ দিচ্ছে’ এয়ার ইন্ডিয়া। এই সংস্থার আশঙ্কা, তথ্য ঘিরে প্রশ্ন তুলে কোনও কোনও পরিবারকে ক্ষতিপূরণের সব অর্থ থেকে বঞ্চিত করতে পারে এয়ার ইন্ডিয়া।
তবে সংবাদমাধ্যমের একাংশ এয়ার ইন্ডিয়ার সূত্রের উল্লেখ করে বলেছে যে মৃত যাত্রীর সঙ্গে ক্ষতিপূরণের আবেদনকারীর সম্পর্ক খতিয়ে দেখতে ফর্মে বিভিন্ন তথ্য চাওয়া হয়েছে। তবে ফর্ম ঘিরে বিতর্ক এখন তুঙ্গে।
Amedabad Plane Crash
বিমান দুর্ঘটনায় মৃতদের পরিবার কি পাবে ক্ষতিপূরণ, এয়ার ইন্ডিয়ার ফর্মে বিতর্ক তুঙ্গে

×
Comments :0