Jharkhand

ঝাড়খন্ডের কয়লা খনিতে মৃত এক শ্রমিক

জাতীয়

ঝাড়খন্ডের অবৈধ কয়লা তোলার কারণে খনিতে ধসের কারণে মৃত্যু হলো একজন শ্রমিকের। ভিতরে বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা প্রকাশও করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এদিন সকালে এই ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে সেখানে যায় উদ্ধারকারী দল। সংবাদ সংস্থা পিটিআইকে পুলিশ আধিকারিক আশুতোষ কুমার জানিয়েছেন, একজনের মৃত্যু হয়েছে এবং কয়েকজনে ভিতরে আটকে থাকার আশঙ্কা আছে। 
প্রশাসনের দাবি বেশ কিছু সময় ধরে ওই খনি থেকে অবৈধ ভাবে কয়লা তোলা হচ্ছিল। সেই কারণে এই ঘটনা ঘটেছে বলে প্রশাসনের অনুমান। তবে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Comments :0

Login to leave a comment