এজবাস্টনে ভারত ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের দতৃতীয় দিনে ২৪৪ রানে এগিয়ে ভারত। ৫৮৭ রানের পর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪০৭ রানেই শেষ হয় ইংরেজদের ইনিংস। ভারতের হয়ে মোট ৬ টি উইকেট নেন মহম্মদ সিরাজ। ইংল্যান্ডের জেমি স্মিথ ১৮৪ এবং হ্যারি ব্রুক ১৫৮ রান করেন। সিরাজ ছাড়াও আকাশদ্বীপ নেন আরো ৩টি উইকেট। বর্তমানে ক্রিজে রয়েছেন রাহুল ( ২৮ রান ) এবং করুন নায়ার ( ৭ রান ) । মাত্র ১ উইকেট হারিয়ে ৬৪ রান ভারতের।
India vs England Test Series
সিরাজের ছয় উইকেট , ২৪৪ রানে এগিয়ে ভারত

×
Comments :0