India vs England Test Series

সিরাজের ছয় উইকেট , ২৪৪ রানে এগিয়ে ভারত

খেলা

ছবি সৌজন্য - ইন্ডিয়ান ক্রিকেট টিম অফিসিয়াল ফেসবুক পেজ

এজবাস্টনে ভারত ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের দতৃতীয় দিনে ২৪৪ রানে এগিয়ে ভারত। ৫৮৭ রানের পর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪০৭ রানেই শেষ হয় ইংরেজদের ইনিংস। ভারতের হয়ে মোট ৬ টি উইকেট নেন মহম্মদ সিরাজ। ইংল্যান্ডের জেমি স্মিথ ১৮৪ এবং হ্যারি ব্রুক ১৫৮ রান করেন। সিরাজ ছাড়াও আকাশদ্বীপ নেন আরো ৩টি উইকেট। বর্তমানে ক্রিজে রয়েছেন রাহুল ( ২৮ রান ) এবং করুন নায়ার ( ৭ রান ) । মাত্র ১ উইকেট হারিয়ে ৬৪ রান ভারতের।

Comments :0

Login to leave a comment