SFI

আইআইটি'র ছাত্র আত্মহত্যা, প্রতিবাদ এসএফআই'র

জাতীয়

আইআইটি খড়গপুরের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মহম্মদ আসিফ কামারের মৃত্যুতে ভারতের ছাত্র ফেডারেশন গভীর শোক প্রকাশ করছে। এসএফআই প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছে গত ১৫ দিনের মধ্যে আইআইটি খড়গপুরের ক্যাম্পাসে দুটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। এপ্রিল মাসে বি-টেকের চতুর্থ বর্ষের ছাত্র অনিকেত ওয়াকার আত্মহত্যা করেন। দেশজুড়ে আইআইটি গুলিতে আত্মহত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। যা থেকে স্পষ্ট দেশের প্রথম সারির উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে গুরুতর সমস্যা রয়েছে। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখা প্রয়োজন।

আইআইটি দিল্লি কর্তৃক গঠিত একটি কমিটি তাঁরা সাম্প্রতিক একটি রিপোর্ট দিয়ে জানিয়েছে আইআইটিগুলিতে আত্মহত্যার মূল কারণগুলির মধ্যে অন্যতম হলো অসহিষ্ণু প্রতিযোগিতার পরিবেশ, শিক্ষার্থীদের একাডেমিক চাপ, বর্ণ ও লিঙ্গ ভিত্তিক বৈষম্যের সংস্কৃতি। কিন্তু কর্তৃপক্ষ ও কেন্দ্রীয় সরকার এবং শিক্ষা মন্ত্রক এই বিষয়ে কোনও পদক্ষেপ নিচ্ছে না। এসএফআই আইআইটি খড়গপুরে আত্মহত্যার পুনরাবৃত্তির বিষয়ে যথাযথ তদন্ত এবং শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়ার দাবি জানিয়েছে। 
এসএফআই'র সাধারণ সম্পাদক ময়ুখ বিশ্বাস বলেন, "শিক্ষার্থীদের মানসিক চাপ কমানোর জন্য শুধু আইআইটি নয় দেশের সমস্ত বিশ্ববিদ্যালয় গুলি কোনও দৃষ্টিভঙ্গি নেই।"

Comments :0

Login to leave a comment