বুধবারে ম্যানচেস্টারের প্রথম দিনে নিজের পারফরম্যান্সে সকলের নজর করেছিলেন ঋষভ পন্থ। মাত্র ৪৮বলে ৩৭রান করলেও টেস্টে ১০০০রান গড়ার মাইলফলক স্পর্শ করেন ঋষভ। তবে দুঃখের ঘটনাটি ঘটে ম্যাচেই। গোড়ালিতে চোট পাওয়ায় রিটায়ার্ড হার্টে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন ঋষভ। ঋষভকে ডাক্তার অন্তত ৬সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। ফলে দ্বিতীয় দিনের ম্যাচে ঋষভের জায়গায় সুযোগ পেতে চলেছেন ইশান কিষান। ক্রিস ওক্সের বলে সুইপ শট মারতে গিয়েই শরীরের ভারসাম্য় রাখতে না পেরে পড়ে গিয়ে চোটের কবলে পড়েন পন্থ। ব্যাথায় কাতরক্তি করেই মাঠ ছাড়েন পন্থ। তার জায়গায় ইশান কিষাণের সংযোজনে ব্যাটিংয়ে কিছুটা হলেও গভীরতা বাড়তে পারে ভারতের। এখনও অব্দি মাত্র ২টি টেস্ট খেলে ৭৮রান করেছেন ইশান। ফলে এই টেস্ট ম্যাচে নতুন পরীক্ষা ও অভিজ্ঞতার সম্মুখীন হবেন ইশান।
india vs england test series
ঋষভের বদলে দলে যোগ দিতে চলেছেন ইশান কিষান
 
                                    
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0