kolkata Airport

হাই অ্যালার্ট জারি কলকাতা বিমানবন্দরে

রাজ্য কলকাতা

ভারত-পাক সংঘাতের আবহে বাতিল করা হয়েছে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ-সহ অন্যান্য কর্মীদের ছুটি। যাত্রী সুরক্ষা নিয়েও একাধিক সিদ্ধান্ত নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। জরুরি ভিত্তিতে কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে ছুটিতে থাকা কর্মীদের।
পহেলগামের ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পরে পাকিস্তানের অভ্যন্তরে ভারত হামলা চালাবে তা দুই দেশের বক্তব্যেই স্পষ্ট হয়ে গিয়েছিল গত কয়েক দিনে। মঙ্গলবার গভীর রাতে ‘অপারেশন সিঁদুর’ নামে সেই অভিযান চালানো হয়। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের মূল ভূখণ্ডে এবং পাক অধিকৃত কাশ্মীরের ভেতরে ৯টি সন্ত্রাসবাদী পরিকাঠামোয় যুদ্ধবিমান থেকে আঘাত হানে ভারত।
ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে কোনও নাগরিকদের উপরে হামলা করা হয়নি। যদিও পাকিস্তানের সেনাবাহিনী দাবি করে, ভারতের হামলায় ২৬ জন নিরাপরাধ নাগরিকের মৃত্যু হয়েছে। এদের মধ্যে মহিলা ও শিশুরাও ছিল। ‘অপারেশন সিঁদুর’র জবাবে পাকিস্তানের পালটা হামলায় নিহত হন হন অন্তত ১৫জন ভারতীয় সাধারণ নাগরিক। নিহতদের মধ্যে ৪টি শিশুও ছিল।
বৃহস্পতিবার দিনভর ভারত-পাক নিয়ন্ত্রণ রেখা এবং সীমান্তের ওপার থেকে জম্মু ও কাশ্মীরের একাধিক এলাকায় কামানের গোলা বর্ষণ করেছে পাক সেনারা। পাকিস্তানের সেনাদের রকেট হামলার জেরে তীব্র আতঙ্ক গ্রাস করেছে পুঞ্চ উড়ি, আখনূর, সাম্বা,  আরএস পুরা, আরনিয়া, সাম্বা, হিরানগরের বাসিন্দাদের। তীব্র গোলাবর্ষণ চলেছে। জম্মুতে বিমান হামলার চেষ্টা চালিয়েছিল পাক বাহিনী। এমনকি আরএস পুরা, আরনিয়া, সাম্বা, হিরানগরকে লক্ষ্য করে আটটি ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করা হয়েছিল। কিন্তু ৮টি পাক ক্ষেপণাস্ত্রকেই ধ্বংস করে দেওয়া হয়েছে আকাশে প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে। জয়সালমীরে পাক বাহিনী দ্রোন হামলা চালনোর চেষ্টা করলেও ভারত আকাশে প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তা ধ্বংস করে দিয়েছে। অপারেশন সিঁদুরকে ‘যুদ্ধ সুলভ সক্রিয়তা’ বলে চিহ্নিত করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্তান এর যথার্থ উত্তর দেবে বলে জানান তিনি।
পাকিস্তানে সন্ত্রাসবাদী ঘাঁটিতে ভারতীয় সেনার প্রত্যাঘাতের জেরে দেশের ২৫ টি বেশি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দিনভর বাতিল করা হয়েছে ৩০০ টি বেশি বিমান। সাময়িকভাবে বন্ধ থাকা বিমানবন্দরগুলির মধ্যে শ্রীনগর বিমানবন্দর অন্যতম। ইতিমধ্যে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইস জেট, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, আক্সা এয়ার সহ বেশ কিছু বৈদেশিক বিমান পরিষেবা সংস্থা ভারতের বিমানবন্দরগলি থেকে উড়ান বাতিল করেছে। দেশের উত্তর এবং পশ্চিম অংশে অবস্থিত ওই বন্ধ থাকা বিমানবন্দরগুলির মধ্যে শ্রীনগর, লেহ, জম্মু, অমৃতসর, পাঠানকোট, চণ্ডীগড়, যোদপুর, জৈশলমীর, সিমলা, ধর্মশালা এবং জামনগর উল্লেখযোগ্য। এছাড়া বাতিল ২০০টি বেশি বিমানের মধ্যে অসামরিক বিমান পরিবহণ সংস্থা ইন্ডিগো অমৃতসর এবং শ্রীনগর থেকে ১৬৫ টি বেশি উড়ান বাতিল করেছে। এবার কলকাতা বিমানবন্দরে জারি হল বাড়তি সতর্কতা। বিমানবন্দর কতৃপক্ষ জানিয়েছেন ইতিমধ্য ৪ টি বিমান পরিষেবা বাতিল করা হয়েছে।  নিরাপত্তার দায়িত্ব থাকা সিআইএসএফ কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। জারা ছুটিতে রয়েছেন তাদের দ্রুত কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নজরদারি বাড়ানো হয়েছে। বন্ধ করা হয়েছে বিমানবন্দরে ভিতরে গাড়ি দাঁড়িয়ে থাকা।  একাধিক বিমানবন্দর বন্ধ থাকায় চাপ বেড়েছে কলকাতা বিমানবন্দরের।

Comments :0

Login to leave a comment