CHINA OPEN SUPER 1000 BADMINTON

চাইনিজ ওপেনে হার লক্ষ্যের , জয় প্রণয়ের

খেলা

ব্যাডমিন্টনে চিনের চাংজোহুতে জয় পেলেন ভারতীয় শাটলার এইচ এস প্রণয়। চাইনিজ ওপেন ১০০০-এ জাপানের কোকি ওয়াটানাবেলেকে ৮-২১ , ২১-১৬ এবং ২৩-২১ পয়েন্টে হারালেন প্রণয়। অন্য ম্যাচে আর এক শাটলার লক্ষ্য সেন হেরে গেলেন চিনের লি শিং ফেনের কাছে। ২১-১৪ , ২২-২৪ এবং ১১-২১ ব্যবধানে জয় পান লি শিং ফেন। প্রাক্তন বিশ্বের ১০ নম্বর টেনিস তারকা লক্ষ্য প্রথমবার মুখোমুখি হলেন লি শিং ফেনের। ফাইনাল গেমে ২-১১ পয়েন্টে  পিছিয়ে থাকার পর মোট ৫পয়েন্ট সংগ্রহ করে ব্যবধান কিছুটা কমান লক্ষ্য। সেই গেমটি ১৫-২০ব্যবধানে হারের পর শেষ রাউন্ডে ২১-২০ ব্যবধানে সংকৃর্ন জয় পান চাইনিজ শাটলার। মঙ্গলবারের হতাশার দিনে লক্ষ্য সেনের সঙ্গে সঙ্গে এই প্রতিযোগিতা থেকে ছিটকে যান অনুপমা উপাধ্যায় । চাইনিজ তাইপেয়ের লিং হিসাং টিংয়ের কাছে ২৩-২১ , ১১-২১ ও ১০-২১ ব্যবধানে হারেন অনুপমা। ওপেনিং রাউন্ডের ম্যাচে মিক্সড ডাবলসের ম্যাচে সূর্য ও প্রমথেশ জুটি এবং রোহন কাপুর ও রুথভিকা গাদ্দে পরাজিত হয়েছেন।  

Comments :0

Login to leave a comment