কিছুদিন আগেই লিভারপুল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। শুক্রবার বায়ার লেভারকুসেনের তরফ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হল জাভি আলান্সোর ক্লাব ছাড়ার কথা। আগামী ২৫ মে এই মরশুমে শেষবার রিয়ালের ডাগআউটে বসবেন আনসেলত্তি। তারপর দায়িত্ব নেবেন ব্রাজিলের। আগামী ১৯ জুন ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে রিয়াল। তার আগেই আলান্সোকে দায়িত্ব দিতে চলেছে রিয়াল মাদ্রিদ। ক্লাব বিশ্বকাপই হবে রিয়ালের জার্সিতে আলান্সোর প্রথম পরীক্ষা।
Leverkusen Confirms Xavi Alonso's Departure
লেভারকুরসেন ছাড়ার ঘোষণা আলান্সোর

×
Comments :0