NATUNPATA : QUIZZ : AML KAR : 15 AUGHST 2024

নতুনপাতা : বলতে পারো : অমল কর : ১৫ আগস্ট ২০২৪

ছোটদের বিভাগ

NATUNPATA  QUIZZ  AML KAR  15 AUGHST 2024

নতুনপাতা  

বলতে পারো : অমল কর

জিজ্ঞাসা

১) শহিদ ক্ষুদিরাম কবে কোথায় জন্মগ্রহণ করেন? তাঁর মা-বাবার নাম কি?
২) শহিদ ক্ষুদিরাম বসুকে নিবেদিত "একবার ষবিদায় দে মা ঘুরে আসি " গানটির গীতিকার ও সুরকার কে?
৩) স্বাধীনতা প্রাপ্তির পর কবে প্রথম কোথায় কে ভারতের স্বাধীনতা পতাকা উত্তোলন করেন?
৪)ভারত ছাড়া আরও ৫টি দেশ ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে? কোন্ কোন্ দেশ?
৫) কিশোর বিদ্রোহী কবি বা ইয়ং নজরুল আখ্যায়িত সুকান্ত ভট্টাচার্য -র গ্ৰন্থরাজির নাম বলো।
৬) প্রথমে ম্যালেরিয়া পরে যক্ষ্মারোগে আক্রান্ত কবি সুকান্ত ভট্টাচার্য যাদবপুর কুমুদশঙ্কর রায় যক্ষ্মা হাসপাতালে কোন্ ওয়ার্ডে কত নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন?

Comments :0

Login to leave a comment