নতুনপাতা
বলতে পারো : অমল কর
উত্তর, ৮ আগস্ট ২০২৪
জিজ্ঞাসা
১) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর শেষ জন্মদিন কবে পালিত হয়?
২) কবে কে রবীন্দ্রনাথ ঠাকুর -এর প্রথম জন্মদিন পালন করেন?
৩) আমেরিকা জাপানের হিরোশিমায় ৬ ই আগস্ট ও নাগাসাকিতে ৯ ই আগস্ট যে ইউরেনিয়াম ও প্লুটোনিয়াম পরমাণু বোমা বিস্ফোরণ ঘটায় তাদের নাম কি?
৪) হিরোশিমায় যে বিমান থেকে বোমা ফেলা হয় তার নাম ও চালকের নাম এবং নাগাসাকিতেষ ৯ ই আগস্ট ধ্বংসকারী বিমান ও তার চালকের নাম কি?
৫) এখন বিশ্বে রাশিয়া , আমেরিকা, ফ্রান্স,চিন ও ভারতের হাতে কতগুলো নিউক্লিয় অস্ত্র মজুত আছে?
৬)বিশ্বে সরকারিভাবে স্বীকৃত ৯ টি রাষ্ট্র পরমাণু অস্ত্রের অধীশ্বর হলেও আরও কতগুলো রাষ্ট্র এই অস্ত্রের মালিক?
সমাধান
১) শান্তিনিকেতনে ১৩৪৮ বঙ্গাব্দের ১ লা বৈশাখ (২৫ শে বৈশাখ নয়) রবীন্দ্রনাথ ঠাকুর -এর ৮১৩ম তথা জীবদ্দশায় শেষ জন্মদিন পালিত হয়। ৮০ বছর বয়স পর্যন্ত কবির জন্মদিন পালিত হয় ৫৫ বার।
২) কবির ২৭ বছর বয়সে প্রথম জন্মদিন পালিত হয় ১২৯৩ বঙ্গাব্দে স্বর্ণকুমারীদেবীর দ্বিতীয় কন্যা সরলাদেবীর উদ্যোগে ৪৯, পার্ক স্ট্রিটে ।সরলাদেবীর দাদা জ্যোৎস্নানাথ কবিকে The poems of Heine গ্ৰন্থটি কবিকে জন্মদিনে উপহার দেন।
৩) আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমায় ৬ই আগস্ট যে পরমাণু বোমা বিস্ফোরণ করে তার নাম "লিটল বয়" এবং ৯ ই আগস্ট যে বোমা বিস্ফোরণ করে তার নাম "ফ্যাটম্যান"।
৪) ৬ ই আগস্ট বিমানের নাম এনোলা গে, চালকের নাম পল টিবেটস এবং ৯ আগস্ট বিমানের নাম বকস্কার বেলভিউ ,বিমান চালকের নাম মেজর চার্লস ডব্লিউ,সুইনি।
৫) বিশ্বে এখন সরকারিভাবে রাশিয়া
(৫৮৮৯ টি), আমেরিকা (৫২২৪টি) , চিন(৪১০ টি), ফ্রান্স (২৯০ টি) এবং ভারতের হাতে মোট ১৬৪ টি নিউক্লিয় অস্ত্র আছে।
৬) বিশ্বে সরকারিভাবে ৯ টি রাষ্ট্র পরমাণু বোমার অধীশ্বর হলেও ইতালি (৩৫টি), তুরস্ক ( ২০টি),বেলজিয়াম (১৫ টি), জার্মানি (১৫ টি) , নেদারল্যান্ডস (১৫ টি) এমনকি বেলারুশও পরমাণু বোমার মালিক।
Comments :0