নতুনপাতা : গল্প
খেলা হবে না !!!
মনীষ দেব
পিকুর — ডার্বি।
পিকু আজ ডার্বি দেখতে যাবে।
ওর প্রথম ডার্বি দেখার আশায় জল ঢেলে দিল — পুলিশ।
পিকু যে থানার পাশ দিয়ে স্কুলে যায় সেই থানায় পুলিশ কাকু-পিসিরা গত পরশু ডি জে বাজিয়ে তার স্বরে চিৎকার করছিল — খেলা হবে খেলা হবে... আর সেই তালে তাল দিচ্ছিল পুলিশদাদু — পুলিশ জ্যেঠুরা। ৪৮ ঘন্টায় এমন কী হয়েছে বাবা — পুলিশ পিসি-কাকু-জ্যেঠু-দাদুরা বলছে — খেলা হবে না! মোহনবাগান-ইস্টবেঙ্গল — ডার্বি খেলা হবে না! ১৮ আগস্ট ২০২৪ ঘরের ঘড়ির কাটাটা টিকটিক করে বাজছে, নিস্তব্ধ ঘর। ঘড়ির কাটায় পাক্কা বারোটা বেজেছে, সময় কালো মেঘে ছেয়ে আসছে — ঝমঝম করে বৃষ্টি নামলো দুপুর গড়াচ্ছে মা-বাবা চুপ দাদু-দিদুন চুপ। সময় যত এগোচ্ছে ডার্বির ভূত যেন তারা করছে। পিকুর প্রথম ডার্বি দেখার স্বপ্ন ক্রমশ ভূত হয়ে ঘাড় মটকাতে আসছে —
খেলা হবে না!
খেলা হবে না!
খেলা হবে না!
Comments :0