কবিতা
খুকুর স্বাধীনতা
সুব্রত চৌধুরী
নতুনপাতা
খুকুর কাছে স্বাধীনতা
মায়ের কোলে উমে,
চরকা কাটা চাঁদের বুড়ির
ফুলকো গালে চুমে।
খুকুর কাছে স্বাধীনতা
ইচ্ছে খুশির ডানা,
সাগর, নদী, পাহাড় পাড়ির
নেইতো কোন মানা।
খুকুর কাছে স্বাধীনতা
আলতা চুড়ি আয়না,
রংগীন ফিতে নতুন জামা
বাবার কাছে বায়না।
খুকুর কাছে স্বাধীনতা
ডানা কাটা পরি,
রংগীন ডানায় উড়ে বেড়ায়
মেখে খুশির জরি।
——————————-
আটলান্টিক সিটি, নিউ জারসি, যুক্তরাষ্ট্র
Comments :0