QUIZ — AML KAR | NATUNPATA — THURSDAY 8 AUGHST 2024 ANS.

বলতে পারো — অমল কর | নতুনপাতা — বৃহস্পতিবার ৮ আগস্ট ২০২৪ সমাধান

ছোটদের বিভাগ

QUIZ  AML KAR  NATUNPATA  THURSDAY 8 AUGHST 2024 ANS

বলতে পারো

অমল কর  

নতুনপাতা

বৃহস্পতিবার ৮ আগস্ট ২০২৪ সমাধান

 

জিজ্ঞাসা

১) অলিম্পিক ফুটবলে এশিয়ার কোন্ ফুটবলার
প্রথম হ্যাটট্রিক করেন?
২) অলিম্পিকে ভারত প্রথম কবে পদক লাভ করে?
প্রথম কবে সোনা জেতে? সর্বাধিক পদক পায় কবে?
৩) ২০২৪ প্যারিস অলিম্পিকে মোট কতগুলো বিভাগে কতগুলো দেশের কতজন প্রতিযোগী অংশ নিচ্ছেন?
৪) প্যারিসে মোট কতবার অলিম্পিক গেমস অনুষ্ঠিত হচ্ছে? মোট কতগুলো শহরে এবার গেমস হবে?
৫) কোন্ সবচেয়ে বেশি বয়স্কা মহিলা প্রতিযোগিনী এবার অলিম্পিকে অংশ নিচ্ছেন?
৬) বিশ্বের কোন্ মহিলা শুটার রেকর্ড ১০ বার অলিম্পিকে অংশ নেন?

সমাধান

১) ১৯৫৬ সালে মেলবোর্ন অলিম্পিকে ভারতের  নেভিল ডি'সুজা কোয়ার্টার ফাইনালে অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে (ভারত জয়ী ৪-২ গোলে) এশিয়ার প্রথম ফুটবলার হিসেবে অলিম্পিকে হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করেন।
২) অলিম্পিকে ভারত ১৯০০ সালে প্যারিসে প্রথম অংশগ্ৰহণ করে ২টি রুপো জেতে। ১৯২৮ সালে আমস্টারডামে ভারত প্রথম সোনা জেতে। টোকিও অলিম্পিকে ২০২০ সালে ভারত ১টি সোনা ২টি রুপো ও ৪টি ব্রোঞ্জ সহ মোট ৭টি (দেশের হয়ে সর্বাধিক) পদক জেতে।
৩) ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে ৩২টি ক্রীড়াবিভাগে ২০০ টি দেশের মোট ১০,৫০০ প্রতিযোগী অংশগ্ৰহণ করছেন।
৪) লন্ডনে ৩ বার অলিম্পিক গেমসের পর ১৯০০ সাল ও ১৯২৪ সালের পর শতবর্ষ পরে ২০২৪ সালে এবার প্যারিসে তৃতীয়বার অলিম্পিক গেমস অনুষ্ঠিত হচ্ছে মোট ১৬ টি শহরে। 
৫) চিনের ভূমিকন্যা তানিয়া জেং চিলির  টেবিল টেনিস খেলোয়াড় হিসেবে সবচেয় বেশি  বয়স্কা ৫৮ বছর বয়সে এবার  অলিম্পিকে অংশ নিচ্ছেন।
৬) ১৯৮৮ সালে সোভিয়েত ইউনিয়নের প্রতিনিধি হিসেবে শুটার সালুকভাদজে একবার, বার্সোলনা ইউনিফায়েড -এর হয়ে একবার এবং জর্জিয়ার হয়ে  ৮ বার মোট ১০ বার অলিম্পিকে রেকর্ড সংখ্যক অংশ নেন।

Comments :0

Login to leave a comment