নিজের স্বপ্নের ক্লাব বার্সিলোনায় যোগদানের বিষয়টি চূড়ান্ত হয়ে যাওয়ার পর বার্সিলোনায় চলে এলেন মার্কোস রাশফোর্ড। রবিবার রাতে ( সোমবার ) বার্সিলোনায় পদার্পন ঘটল ২৭বছরের ইংরেজ তারকার। প্রায় ১২মাসের এই লোন চুক্তিতে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বার্সিলোনায় এলেন রাশফোর্ড। এই চুক্তির শর্তে ১২মাসের মেয়াদ শেষে রাশফোর্ডকে বার্সিলোনার কিনে নেওয়ার ব্যাপারটিও রয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে অ্যাস্টন ভিলায় ৬মাসের লোনে গিয়েছিলেন রাশফোর্ড। এই সপ্তাহের প্রথমেই বার্সিলোনায় মেডিক্যাল চিকিৎসা সেড়ে ফেলবেন রাশফোর্ড। আগামী বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় নিজেদের প্রাক মরশুম প্রস্তুতি সাড়তে যাবে বার্সিলোনা। সেই দলে থাকতে পারেন রাশফোর্ড । আগামী ৩১জুলাই দক্ষিণ কোরিয়ার এফসি সেউলের বিরুদ্ধে খেলবে বার্সিলোনা। সেই দলে যোগ দিয়েছেন রাশফোর্ডের প্রাক্তন সতীর্থ ইংল্যান্ডের জেসি লিংগার্ড। রাশফোর্ডের সংযোজনে হ্যান্সি ফ্লিকের বার্সিলোনার শক্তি আরো বৃদ্ধি হল।
RASHFORD ARRIVES BARCELONA
বার্সিলোনায় পদার্পন রাশফোর্ডের

×
Comments :0