উচ্চমাধ্যমিকে নবম কলকাতার শ্রীজিতা দত্তকে সংবর্ধনা দিলো এসএফআই ও ডিওয়াইএফআই। উত্তর কলকাতার জোড়াবাগান এলাকার বাসিন্দা ওই ছাত্রী বেথুন কলেজিয়েট স্কুল সাইন্স নিয়ে পড়তো। উচ্চমাধ্যমিকে তাঁর মোট প্রাপ্ত নম্বর ৪৮৯। এসএফআই জোড়াবাগান শ্যামপুকুর ও ডিওয়াইএফআই শ্যামপুকুর জোড়াবাগান আঞ্চলিক কমিটির পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয় বুধবার। এদিন উপস্থিত ছিলেন এফএফআই কলকাতা জেলা সম্পাদক দীধিতি রায়, সভাপতি বর্ণনা মুখার্জি ও ডিওয়াইএফআই কলকাতা জেলা সম্পাদক শ্রীজীব গোস্বামী, সভাপতি সোহম মুখার্জি সহ আঞ্চলিক নেতৃবৃন্দ। শ্রীজিতা জানিয়েছে যে ভবিষ্যতে অংঙ্কে অনার্স করার ইচ্ছা আছে তাঁর। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা দেবে বলেও জানিয়েছে। অবসর সময়ে সে দাবা খেলতে পছন্দ করে। এসএফআই কলকাতা জেলা সম্পাদক দীধিতি রায় শ্রীজিতাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, "আগামীদিনে এফএফআই শ্রীজিতার পাশে থাকবে। তাঁর পড়াশোনা সংক্ৰান্ত যে কোনও সমস্যায় সাহায্যের হাত বাড়িয়ে দেবে।"
SFI DYFI
উচ্চমাধ্যমিকে নবম শ্রীজিতা দত্তকে সংবর্ধনা এসএফআই ও ডিওয়াইএফআই

×
Comments :0