SFI Bhatinda

ক্যাম্পাসে ওপর ছুটেছে ড্রোন, ভাতিন্ডায় শঙ্কিত ছাত্রদের পাশে এসএফআই

জাতীয়

ভাতিন্ডায় পাঞ্জাব কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ময়ুখ বিশ্বাস সহ এসএফআই নেতৃবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের হস্টেলে বসে ছাত্রছাত্রীরা দেখেছে ড্রোন হামলা। পাঞ্জাবের ভাতিন্ডার ক্যাম্পাস ছেড়ে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের এই পড়ুয়ারা চলে এসেছে দিল্লিতে। তাঁদের থাকার বন্দোবস্ত করতে ঝাঁপিয়ে পড়েছে এসএফআই।
সংগঠনের সাধারণ সম্পাদক ময়ুখ বিশ্বাস বলেছেন, ‘‘কেবল ভাটিন্ডা নয়, সীমান্তের কাছে পাঞ্জাব, রাজস্থান বা জম্মু থেকেও বহু ছাত্রছাত্রী চলে আসছেন দিল্লিতে। বাড়ি ফিরতে চাইছেন তাঁরা। তাঁদেরও থাকার ব্যবস্থাও করেছে এসএফআই। কঠিন সময়ে এভাবেই গোটা দেশের ছাত্রসমাজের পাশে থাকার চেষ্টা করে চলেছি আমরা।’’
৭ মে মাঝরাতে সন্ত্রাসবাদী হামলার জবাবে ‘অপারেশন সিন্দুর’ শুরু করেছে ভারতীয় সেনা। পাকিস্তান থেকে চলছে আক্রমণ। শুক্রবারই ভারত জানিয়েছে ৩০০-৪০০ ড্রোন দিয়ে ভারতের ৩৬ জায়গায় হামলা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবারের এই হামলা রোধ করা গিয়েছে।
কিন্তু ভাটিন্ডায় পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে আসা ছাত্রছাত্রীদের আতঙ্ক রয়েছে এখনও। রয়েছে অনিশ্চয়তা। তাঁরাই জানিয়েছেন যে বৃহস্পতিবার ক্যাম্পাসের ওপর দিয়ে ড্রোন ছুটতে দেখেছেন তাঁরা। এখন ফিরতে চাইছেন নিজের নিজের বাড়িতে। 
এসএফআই’র সাধারণ সম্পাদক বলেছেন, সীমান্ত এলাকার সব ক্যাম্পাসে এবং স্থানীয় ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানানো হয়েছে। অন্য রাজ্যের ছাত্রছাত্রীদের বাড়ি ফেরার ব্যবস্থা করতে হবে।   
ময়ুখ বলেছেন, ‘‘আমরা ভাটিন্ডায় গিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি। এসএফআই’র যুগ্ম সম্পাদক আদর্শ এম সাজি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য শিল্পা সুন্দরমও ছিলেন। কিছু ছাত্রছাত্রীকে ফেরানোর ব্যবস্থা করেছি আমরা। কিন্তু এই কাজ শুধু এসএফআই’র পক্ষে সম্ভব নয়। এই দায়িত্ব কেন্দ্র, রাজ্য সরকারগুলিকে করতে হবে।

Comments :0

Login to leave a comment