SFI

দেশ বাঁচাব স্কুল বাঁচাবো লক্ষ্য স্কুল ছাত্র কনভেনশনে

জেলা

রাজ্য জুড়ে স্কুলে স্কুলে বাড়ছে ড্রপ আউটের সংখ্যা, সরকারি স্কুলে লাগাম ছাড়া পড়ার খরচ, কমছে স্কুলে স্কুলে শিক্ষক সংখ্যা কমছে তার ফলে ছাত্ররা সমস্যার মুখে পড়ছে, কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতির ফলে সমস্যায় পড়ছে ছাত্র-ছাত্রীরা। জাতীয় শিক্ষানীতি ২০২০ বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। বৃহস্পতিবার এসএফআই উত্তর ২৪ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে স্কুল ছাত্র কনভেনশন আয়োজন করা হয় বরানগরে। অভিজিৎ সাহা - সায়ন ভট্টাচার্য মঞ্চ (যমুনা ভবন) শহীদ ঝন্টু আলী শেখ নগরে স্কুল ছাত্র কনভেনশন হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ১০৫ জন স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। ৩০ জন ছাত্র-ছাত্রী রিপোর্টের উপর আলোচনা করেন। ছাত্র কনভেনশনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এসএফআই নেতা বাদশা দাশ। এই কনভেনশনে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক আকাশ কর এবং ছাত্র সংগ্রাম পত্রিকার সম্পাদক সৌভিক দাসবক্সী  এছাড়াও জেলা এবং রাজ্যের নেতৃবৃন্দ।
এসএফআই উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি ডাঃ দীপ্তজিৎ দাস বলেন, "রাজ্য সরকার যে নীতি নিয়ে চলছে তার ফলে স্কুল শিক্ষার প্রতিদিন খরচ বাড়ছে। যার ফলে বাড়ছে ড্রপ আউট। আমাদেররাজ্যের ও দেশের সরকার চায় বেসরকারি হাতে শিক্ষা চলে যাক। যার হাতে পয়সা আছে শিক্ষার অধিকার হবে তাদেরই। এর বিরুদ্ধেই আমাদের লড়াই। এসএফআই বলছে সকলের জন্য শিক্ষা ও শিক্ষান্তে কাজ চাই। 
দীপ্তজিৎ কথায় একদিকে যেমন ফি বাড়ছে অন্যদিকে ছাত্র শিক্ষক অনুপাতও বাড়ছে ক্রমশ। শিক্ষক নিয়োগে বিপুল দুর্নীতি যার সরাসরি প্রভাব পড়েছে স্কুল শিক্ষায়। বিজেপি আরএসএস চাইছে শিক্ষায় গৈরিকীকরন করে ভেদাভেদ তৈরী করতে। তাই আমাদের স্লোগান ''দেশ বাঁচাব স্কুল বাঁচাব কম খরচে পড়বো, সিলেবাস ভাঙতে এলে বুক চিটিয়ে লড়বো।''

Comments :0

Login to leave a comment