আগামী ২৯ মে পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২৯ মে দুপুর ১২টায় আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে এক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা মোদীর। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সফর ঘিরে উত্তেজনা চরমে উঠেছে আলিপুরদুয়ারে।
রবিবার রাজ্য বিজেপির এক প্রবীণ নেতা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুরদুয়ার জেলায় একটি সভায় যোগ দিতে ২৯ মে পশ্চিমবঙ্গ সফরে আসার সম্ভাবনা রয়েছে। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ৩১ মে দুই দিনের সফরে রাজ্যে আসার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত নির্ধারিত ছিল যে মোদীজি ২৯ মে সিকিম থেকে আলিপুরদুয়ারে আসবেন। সেদিন তিনি একটি জনসভা এবং প্রশাসনিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। অমিত শাহ জি ৩১ মে সন্ধ্যায় শহরে আসার সম্ভাবনা রয়েছে এবং ১ জুন রাজ্য ও জেলার নেতৃত্বদের সঙ্গে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য একাধিক বৈঠক করবেন বিধানসভা নির্বাচন নিয়ে। কারণ ২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোটে দলের কৌশল নিয়ে আলোচনা করতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর। বিজেপি সূত্রে জানা গেছে তাঁর সফরে দুটি গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচির সম্ভাবনা রয়েছে। প্রথমটি ১ জুন আরামবাগে একটি সমবায় সম্পর্কিত অনুষ্ঠান এবং দ্বিতীয়টি সীমান্ত সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রকের কর্মসূচি। অমিত শাহের সফরকালে রাজ্য বিজেপির সভাপতি নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে বলে করছেন বিজেপি নেতারা।
Modi- Shah
রাজ্য সফরে মোদী ও অমিত শাহ

×
Comments :0