SUDARSHAN GOPALDESIKAN JOINED NEWCASTLE UNITED AS A TECHNICAL DIRECTOR

নিউক্যাসেল ইউনাইটেডের টেকনিক্যাল ডিরেক্টর পদে সুদর্শন

খেলা

বেশ কিছুদিন আগেই ভারতীয় ফুটবল ফেডারেশনের ( এআইএফএফ ) সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছিলেন যে, গোটা বিশ্বের প্রায় ২৩জন ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়ের সঙ্গে কথাবার্তা শুরু করেছে ফেডারেশন ভারতের হয়ে খেলার জন্য। এবার আর এক ভারতীয় বংশোদ্ভূত সুদর্শনকে দলে নিল নিউক্যাসেল ইউনাইটেড। তবে সুদর্শন কোনো ফুটবলার নন। একজন টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিউক্যাসেলে সুযোগ পেলেন সুদর্শন গোপালদেসিকান।এর আগে তিনি ম্যানচেস্টার সিটি ও চেলসিতে কাজ করেছেন। টেকনিক্যাল ডিরেক্টর বর্তমান আধুনিক ফুটবলে খুব গুরুত্বপূর্ণ একটি পদ । খেলোয়াড়দের রিকভারি , খেলোয়াড়দের পরিশ্রম ও তৎপরতা বাড়ানোর ক্ষেত্রে টেকনিক্যাল ডিরেক্টরের পদ বেশ গুরুত্বপূর্ণ।

২০১২তে বেঙ্গালুরুর ইনফোসিস থেকে ইন্টার্নশিপে যোগদান করেন সুদর্শন। সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাউদার্ন কার্লিফোনিয়া বিশ্ববিদ্যালয় থেকে ফিজিও থেরাপি ও বায়োকিনেসিওলজি নিয়ে পিএইচডি করেন । ক্রীড়াজগতে তার ক্যারিয়ার শুরু হয় মেজর লিগ বেসবলের দল লস এঞ্জেলেস ডজার্সের হয়ে। এরপর ম্যানচেস্টার সিটির লিড ডাটা সায়েন্টিস্ট হিসেবে বেশ কিছু বছর কাজ করার পর যোগ দেন চেলসির হেড অফ স্পোর্টস সায়েন্টিস্ট এবং ডাটাতে। বর্তমানে বছর ৩৬-র সুদর্শন সুযোগ পেলেন নিউক্যাসেল ইউনাইটেডে। গত মরশুমে লিভারপুলকে লিগ  কাপের ফাইনালে পরাস্ত করে নিউক্যাসেল। প্রায় ৭০ বছর ট্রফি জিতেছিল নিউক্যাসেল ইউনাইটেড এফসি ।       

Comments :0

Login to leave a comment