বাগনান জয়পুরে তেঁতুলমুড়িতে বাইক দুর্ঘটনায় দুই কিশোর-সহ তিন জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন এই বছর মাধ্যমিক পাশ করেছে। আরেকজন দশম শ্রেণির ছাত্র। বাইকে করে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে বাগনান থানার বাগনান জয়পুর রাস্তায় তেঁতুলমুড়ির সেতুর কাছে। পুলিশ জানিয়েছে মৃতরা হলো, বিকাশ ঘোষ(৩০), রিতেশ ঘোষ(১৭) ও রাকেশ মণ্ডল(১৬)। প্রত্যেকের বাড়ি বাগনান থানার পশ্চিম বাইনান এলাকায়। জানা গেছে, রিতেশ এই বছর মাধ্যমিক পরীক্ষা পাস করেছে এবং রাকেশ দশম শ্রেণির ছাত্র। বিকাশ এবং রিতেশ সম্পর্কে কাকা ভাইপো। বাগনান থানার পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
জানা গেছে, রবিবায় ঝিকিরায় রিতেশের দিদির একটি নাচের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে তিনজন যায়। অনুষ্ঠান সেরে বাইকে করে তিনজন ফিরছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে রাস্তায় ছিটকে পড়েন ৩ জন। জানা গেছে তিনজনের মাথায় হেলমেট ছিল না।
মৃত রিতেশের দিদি জানান, রাত সাড়ে ১১ টা পর্যন্ত ফোনে ভাইয়ের সঙ্গে কথা হলেও রাত বারোটার পর থেকে তিনজনের কেউ ফোন তুলছিল না। বাড়ির সকলে খোঁজ করতে বেরিয়ে পড়ে। সোমবার সকালে জানতে পারি বাইক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে। এদিন সকালে তেতুলমুড়ি সেতুর কাছে গিয়ে দেখা যায় রাস্তার ধারে ঝোপের মধ্যে তিনটি মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কিছুটা দূরে পড়ে আছে মোটরবাইক।
Howrah Accident
বাইক দুর্ঘটনায় বাগনানে মৃত ৩

×
Comments :0