US Ceasefire

বাণিজ্যের হুঁশিয়ারিতেই সংঘর্ষ বিরতি, আমেরিকার আদালতেও বলেছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক

কেবল ভাষণে নয়। আমেরিকার আদালতেও বলেছে ট্রাম্প প্রশাসন। নিউ ইয়র্কের আদালতে জানিয়েছে যে বাণিজ্য বন্ধের হুঁশিয়ারি দিয়েই ভারত এবং পাকিস্তানকে সংঘর্ষ থেকে বিরত করা হয়েছে।
গত ১০ সংঘর্ষ বিরতি ঘোষণা করে ভারত। কিন্তু তার আগেই আমেরিকার রাষ্ট্রপতি সেই ঘোষণা করে দিয়েছিলেন। তিনি দাবি করে গিয়েছে যে আমেরিকার চাপেই দুই দেশ সংঘর্ষ বিরতিতে রাজি হয়। বাণিজ্য বন্ধ রাখার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল দুই দেশকেই। 
দেশের ভেতর প্রশ্নের মুখে নরেন্দ্র মোদী সরকার জানিয়েছে আমেরিকার সঙ্গে কথা হলেও কখনও বাণিজ্যের বিষয়টি ওঠেনি। 
ট্রাম্পের এই সওয়াল আসলে নিজের দেশে আমদানি শুল্কনীতি নিয়ে ওঠা প্রশ্নের কারণে। শুল্কের ঠেলায় পণ্যের দাম বাড়ছে বলে আদালতে ট্রাম্পের নীতির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আমেরিকার ছোট ব্যবসায়ী এবং নির্মাতাদের একটি গোষ্ঠী। এই মামলার সওয়ালেই ট্রাম্প প্রশাসন যুক্তি দিয়েছে আন্তর্জাতিক স্তরে তাঁর শুল্কনীতি আমেরিকার পক্ষে অস্ত্র হিসেবে কাজ করছে। 
নিউ ইয়র্কের আদালতে ট্রাম্প প্রশাসনের লিখিত বক্তব্য নিয়ে প্রথমে চীনের একটি সংবাদপত্র খবর করে। পরে পশ্চিমের বিভিন্ন সংবাদমাধ্যমও জানায় গত ২৩ মে এই মর্মে ট্রাম্প হলফনামা জমা দিয়েছেন আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কিত বিশেষ মার্কিন আদালতে। 
প্রতিবেদনে বলা হয়েছে আমেরিকার বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক শুল্কের প্রয়োগকে আমেরিকার আন্তর্জাতিক অর্থনৈতিক জরুরি ক্ষমতা আইনের অনুসারী হিসেবে বর্ণনা করেছেন। সেই প্রসঙ্গেই টেনেছেন ভারত-পাকিস্তান প্রসঙ্গ। 
এই লুনিকের সঙ্গেই আবার এক সপ্তাহের মধ্যে দু’বার বৈঠক করেছেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীযুষ গয়াল। গত ২০ এবং ২৩ মে বৈঠক করেন তিনি। ভারত-মার্কিন বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা প্রক্রিয়ায় হয়েছে এই দুই বৈঠক।

Comments :0

Login to leave a comment