POETRY / ANJU BANU / NIRAB KABI NAZRUL / MUKTADHARA / 28 MAY 2025 / 3rd YEAR

কবিতা / আনজু বানু / ---মনের জলসায় সরব রয়েছ কবি--- / মুক্তধারা / কবিপক্ষ - ২৮ মে ২০২৫ / বর্ষ ৩

সাহিত্যের পাতা

POETRY  ANJU BANU  NIRAB KABI NAZRUL  MUKTADHARA  28 MAY 2025  3rd YEAR

কবিতা  

মুক্তধারা  

---মনের জলসায় সরব রয়েছ কবি--- 
 

আনজু বানু

কবিপক্ষ - ২৬ মে ২০২৫ / বর্ষ ৩

 

মেঘে মেঘে অগ্নিবীনা'র ঝঙ্কার তুলে
বৃষ্টি ঝরাও তরুণ পৃথিবী
ধরণীর কোল যতক্ষণ হয়ে থাকে লাল
      অন্ধকার ব্যাপ্ত করতে চায়
      বাস্তবের জ্বলন্ত শিখাটিকে
সৃষ্টির অমলিন ছবি নির্দোষে চেপে রেখে--
কেন যে চারিদিকে বিতৃষ্ণার ধূপ জ্বলে!
অতীতের রোদছাপ মুছে দিলে
স্বার্থের সরুপথ কোথায় মিলবে গিয়ে?
তার চেয়ে এই ভাল,
সব শিকল ভেঙে ফেলি একসাথে
সব ঘাসে বিলিয়ে দিই হৃদয়ের সবুজ সব নদী হয়ে যাক একাকার 
সব মানুষ একসাথে পথ হাঁটুক।
সৃষ্টির অন্তিম মুহূর্তে 
শেষ লিপিকারটিও যেন লিখে যেতে পারে
সব মানুষের মুখে একই গান কবিতা সব চোখে একই বেদনার জল
সবার হাতে ভেদহীন একই শ্রদ্ধার মালা।।

 

Comments :0

Login to leave a comment