বুধবার রাত ১২:৩০টায় ( বৃহস্পতিবার ) পোল্যান্ডের ওয়ার্কলো স্টেডিয়ামে উয়েফা কনফারেন্স লিগের ফাইনালে চেলসির মুখোমুখি হবে রিয়াল বেটিস। উয়েফা ইউরোপা লিগের পর আরো এক ইংলিশ দলকে ইউরোপিয়ান খেতাব জিততে দেখা যেতে পারে। চ্যাম্পিয়নস লিগে যেখানে আর্সেনাল আশা জাগিয়েও ফাইনালে উঠতে পারেনি সেখানে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী চেলসির কাছে সুযোগ রয়েছে ইউরোপিয়ান খেতাব জেতার। কিছুদিন আগেই প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে নটিংহ্যামকে হারিয়ে পরের মরশুমের জন্য চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে চেলসি। ইংল্যান্ড থেকে লিগ টেবিলের প্রথম ৫টি দল সরাসরি সুযোগ পায় চ্যাম্পিয়ন্স লিগে। নটিংহ্যামকে হারানোর ফলে ৩৮ম্যাচে ৬৯পয়েন্ট নিয়ে চতুর্থ দল হিসেবে সুযোগ পেয়েছে এন্জো মারেস্কার দল । চেলসি ছাড়াও নিউক্যাসেল , আর্সেনাল , লিভারপুল ও ম্যান সিটি সুযোগ পেয়েছে চ্যাম্পিয়ন্স লিগে। ২০১২ এবং ২০২১ এ চ্যাম্পিয়ন্স লিগ এবং ১৮-১৯ মরশুমে জিতেছে ইউরোপা লিগ। অন্যদিকে বেটিস নামবে তাদের প্রথম ইউরোপিয়ান ফাইনালে। ইস্কো , এন্টোনিরা তাই ইতিহাসের পাতায় নিজেদের নাম স্বর্ণাক্ষরে লেখাতে প্রস্তুত। তাদের বর্ষীয়ান কোচ ম্যানুয়েল পেলিগ্রিনি এধরণের বহু ফাইনালে এর আগে খেলিয়েছেন নিজের দলকে। তাই অভিজ্ঞতার লড়াইয়ে অবশ্যই এগিয়ে থাকবেন পেলিগ্রিনি। সদ্য ব্রাজিল দলে সুযোগ পেয়েছেন এন্টোনি। তাই ক্লাবের জার্সিতে নিজের প্রথম ইউরোপিয়ন খেতাব জিততে মরিয়া তিনি । ইস্কো রিয়াল মাদ্রিদের হয়ে মোট ৫বার চ্যাম্পিয়ন্স লিগ , দুইবার সুপার কাপ এবং ৪বার ক্লাব বিশ্বকাপ জিতেছেন । ফলে এই ধরণের ইউরোপিয়ন ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ৭৮ ও ৯৮সালে তারা শেষবার ইউরোপিয়ান ট্রফি কাপ উইনার্স কাপ জয় করেছিল স্পেনের দলটি। তবে এই মরশুমে ফুটবলে সব অঘটন ঘটছে । তাই চেলসিকে হারিয়ে রিয়াল বেটিস ইউরোপিয়ান ট্রফি জিতলে অবাক হওয়ার কিছুই নেই ।
চেলসির সম্ভাব্য প্রথম একাদশ - জর্জেন্সন , জেমস , চালবোয়াহ , কলউইল , কুকুরেল্লা , কাইসেডো , এনজো ফার্নান্দেজ , নেটো , পামার , মান্দুকে এবং জ্যাকসন।
রিয়াল বেটিসের সম্ভাব্য প্রথম একাদশ - এড্রিয়ান , সাবালরি , বারত্রা ,নাতান, রদ্রিগেজ , জনি , ফোরনালস , এন্টোনি , ইস্কো , সেলসো ও বাকাম্বু।
Comments :0