Columbia Strike

অধিকার রক্ষায় দু’দিনের ধর্মঘটে কলম্বিয়ার শ্রমজীবীরা

আন্তর্জাতিক

নির্বাচিত রাষ্ট্রপতি চাইছেন শ্রম আইন রক্ষা করতে। শ্রমজীবীর ট্রেড ইউনিয়ন করার মতো অধিকার যাতে বজায় থাকে। অরাজি আইনসভার দুই কক্ষ। গণভোট চাইছেন রাষ্ট্রপতি। এই অবস্থায় দু’দিনের ধর্মঘটে নামলেন কলম্বিয়ার শ্রমজীবীরা।
কলম্বিয়ার কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গণভোটের সপক্ষে ধর্মঘটের ডাক দেয়। দেশের বিপুল অংশের শ্রমজীবী যোগও দিয়েছেন ধর্মঘটে। 
কলম্বিয়ার আইনসভার সেনেটে রাষ্ট্রপতি গুস্তাভো পেট্রোর গণভোটের প্রস্তাব খারিজ হয়। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের সভাপতি ফ্যাবিও আরিয়াস বলেছেন, ‘‘কলম্বিয়ার কংগ্রেসে সংখ্যায় বেশি দক্ষিণপন্থীরা। শ্রমজীবীর অধিকার রক্ষার পক্ষে গণভোটের প্রস্তাব কিছুতেই মেনে নেবে না তারা। শ্রমজীবীর অধিকার কেড়ে নিতে জোট বেঁধেছে ধনী ব্যবসায়িক এবং পুঁজিপতি মহল। তার বিরুদ্ধেই ধর্মঘট।’’
রাষ্ট্রপতি পেট্রো বাণিজ্যিক সংস্থাগুলিকে অনুরোধ জানিয়েছেন যাতে ধর্মঘটে অংশ নেওয়ার জন্য কোনও শ্রমিক বা কর্মচারীকে হেনস্তার মুখে পড়তে না হয়। কারও বিরুদ্ধে যেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া না হয়।’’
উদার অর্থনীতির পর্বে বিভিন্ন দেশেই শ্রমজীবীর আইনি অধিকার কেড়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। উগ্র দক্ষিণপন্থীরা রাজনীতিতে প্রভাব বাড়ানোর সঙ্গে এই প্রক্রিয়া আরও জোরদার হয়েছে। ভারতেও ৯ জুলাই শ্রমিকের আইনি অধিকার রক্ষার স্বার্থেই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ ধর্মঘটের ডাক দিয়েছে। 
গত ১৪ মে সেনেট ৪৯-৪৭ ভোটে শ্রমিকের অধিকার রক্ষার পক্ষে গণভোটের প্রস্তাব খারিজ করে দেয়। 
ধর্মঘটে ট্রেড ইউনিয়নের পাশাপাশি আদি অধিবাসীদের বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠনও শামিল হয়েছে।

Comments :0

Login to leave a comment