QUIZ — AMAL KAR — NATUNPATA — ANS : 14 AUGHST 2025, 3rd YEAR

বলতে পারো — অমল কর — নতুনপাতা, উত্তর : ১৪ আগস্ট ২০২৫, বর্ষ ৩

ছোটদের বিভাগ

QUIZ  AMAL KAR  NATUNPATA  ANS  14 AUGHST 2025 3rd YEAR

বলতে পারোঅমল করনতুনপাতা, উত্তর : ১৪ আগস্ট ২০২৫, বর্ষ ৩

 

জিজ্ঞাসা

১. কে ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলন সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ?
২. কে ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনে কনিষ্ঠতম শহিদ?
৩. কে ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের  শহিদ -ই-আজম (জাতির শহিদ)?
৪. কে ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম বাঙালি মহিলা শহিদ?
৫. কে ছিলেন "ভারতের তরুণ দধীচি"?
৬. কে ছিলেন "গান্ধিবুড়ি" নামে খ্যাত ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী শহিদ নেত্রী?

 

সমাধান

১. ব্রিটিশ বিরোধী সিপাহি বিদ্রোহী আন্দোলনের প্রথম ভারতীয় শহিদ ছিলেন সিপাই মঙ্গল পান্ডে (জন্ম ১৯/০৭/১৮২৭), তিনি লেফটেন্যান্ট বাগ ও সার্জেন্ট হিউসনকে ২৯/০৩/ ১৮৫৭ তারিখে গুলি করে হত্যা করলে বিচারে ০৮/০৪/১৮৫৭ সালে তাঁর ফাঁসি হয়।
২. জাতীয়তাবাদী তরুণ বাঙালি ক্ষুদিরাম বসু (জন্ম ০৩/১২/১৮৮৯) 
ভারতের স্বাধীনতা আন্দোলনের কনিষ্ঠতম শহিদ। ব্রিটিশ চিফ ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ডকে হত্যার চেষ্টার অভিযোগে মুজফ্ফরপুর ষড়যন্ত্র মামলায় ১১/০৮/১৯০৮ সালে ক্ষুদিরামের ফাঁসি হয়।
৩. জাতীয়তাবাদী ভগৎ সিং ( জন্ম২৮/০৯/১৯০৭),যিনি "ইনকিলাব জিন্দাবাদ" স্লোগানের প্রবক্তা এবং জেলে লাগাতার ৬৪ দিন অনশন করেন, ব্রিটিশ পুলিশ সুপারিনটেনডেন্ট স্যান্ডার্সকে হত্যার লাহোর ষড়যন্ত্র মামলায় রাজগুরু ও পাঞ্জাবের প্রথম ছাত্র- শহিদ সুখদেব থাপার সঙ্গে ২৩/০৩/১৯৩১ সালে ফাঁসি হয়।তিনি "শহিদ -ই-আজম" (জাতির শহিদ) নামে খ্যাত।
৪. ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম বাঙালি মহিলা শহিদ ও জাতীয়তাবাদী বিপ্লবী প্রীতিলতা (দাশগুপ্ত)ওয়াদ্দেদার ,(জন্ম ০৫/০৫ /১৯১১, ডাকনাম রানী, ছদ্মনাম ফুলতারা), মাস্টারদা সূর্য সেনের নির্দেশে ২৪/০৯/১৯৩২ সালে চট্টগ্রামে পাহাড়তলি ইউরোপীয়ান ক্লাব আক্রমণ করলে ১১ জন বিপ্লবী আহত হন,নিজে ধরা পড়ার আগে আত্মহত্যা করেন।
৫. স্বাধীনতা সংগ্ৰামী ও বিপ্লবী যতীন্দ্রনাথ দাস বা যতীন দাস লাহোর ষড়যন্ত্র মামলায় ১৪/০৬/১৯২৯ তারিখে বন্দি হন। বন্দিদের নির্মম অত্যাচারের প্রতিবাদে তিনি নাগাড়ে ৬৩ দিন অনশন করে ১৩/০৯/১৯২৯ 
তারিখে শহিদের মৃত্যুবরণ করেন।
নেতাজি সুভাষচন্দ্র বসু তাঁকে "ভারতের তরুণ দধীচি" আখ্যা দেন।
৬. ভারতের স্বাধীনতা আন্দোলনে   বহুবার  জেলখাটা, গান্ধিবাদী ও "গান্ধিবুড়ি" নামে খ্যাত,বিপ্লবী নেত্রী মাতঙ্গিনী হাজরা (জন্ম১৯/১০/১৮৭০) তমলুক থানা দখল আন্দোলনে ২৯/০৯/১৯৪২ তারিখে পুলিশের গুলিতে শহিদের মৃত্যুবরণ করেন।

Comments :0

Login to leave a comment