দীপশুভ্র সান্যাল: জলপাইগুড়ি
জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের চেকরমাড়ি গ্রামে জন্ডিস, লেপ্টোস্পাইরসিসের প্রকোপ বেড়েই চলেছে। আশেপাশের ৯ গ্রামেও ছড়াচ্ছে এই সমস্ত রোগ।
এই সমস্ত গ্রামের বাসিন্দারা মূলত দিনমজুর। গরিব মানুষের লাইন যখন হাসপাতালে লম্বা হচ্ছে তখন সেই সব দিনমজুরদের বাড়িতে ঋণের কিস্তি মেটানোর চাপ দিচ্ছে বেসরকারি ব্যাঙ্ক। স্বাভাবিক ভাবেই এই মুহূর্তে গ্রামের মানুষ কাজের জন্য বাইরে বের হচ্ছেন না। আতঙ্কের পরিবেশ রয়েছে এলাকায়। ফলে কাজ নেই, উপার্জনও নেই।
পরিস্থিতি বিবেচনার দাবি জানিয়ে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে সিপিআই(এম)। বলা হয়েছে যে পরিস্থিতি বিবেচনায় রেখে মানবিক হওয়া উচিৎ ছিল ব্যাঙ্কের। তার বদলে কিস্তির টাকা নিতে সমানে লোক পাঠাচ্ছে বাড়ি বাড়ি।
সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার জলপাইগুড়ির বন্ধন ব্যাঙ্ক কর্তৃপক্ষকে লিখিতভাবে বলা হয়েছে যে এই মুহূর্তে ওই এলাকার গরিব মানুষের উপর কোনো চাপ সৃষ্টি করা যাবে না। শিলিগুড়ির ডিভিশন অফিসেও এই মর্মে চিঠি দেওয়া হয়েছে। এর পাশাপাশি রাজগঞ্জ এরিয়া কমিটির পক্ষ থেকেও রাজগঞ্জের বন্ধন ব্যাঙ্কেও অনুরূপ চিঠি দেওয়া হয়।
ব্যাঙ্ক কর্তৃপক্ষের হাতে চিঠি দেওয়ার সময় উপস্থিত ছিলেন সিপিআই(এম) নেতা কৌশিক ভট্টাচার্য, প্রদীপ দে, বেদব্রত ঘোষ, সন্তোষ ভৌমিক, ইন্দ্রনীল বসু। রাজগঞ্জে ছিলেন এরিয়া কমিটির সম্পাদক রতন কুমার রায়, অশোক রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Rajganj Bank
রোগে আক্রান্ত গ্রামে গ্রামে বেসরকারি ব্যাঙ্কের তাগাদা, প্রতিবাদ সিপিআই(এম)’র

×
Comments :0