Purulia

পুরুলিয়ায় জলের তোড়ে ভেসে গেল যাত্রীবোঝাই পিকআপ ভ্যান, সুরক্ষিত যাত্রীরা

জেলা

টানা বর্ষণের ফলে জলমগ্ন পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্ত। জল জমে বহু জায়গা চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। বিপজ্জনক অবস্থায় রাস্তাঘাট। জমা জলে একাধিক রাস্তা প্লাবিত। জলের তোড়ে ভেসে গেল যাত্রীবোঝাই পিকআপ ভ্যান। প্রাণে বাঁচলেন ৩০ জন যাত্রী। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বান্দোয়ানে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বান্দোয়ান ভালোপাহাড় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে ৩০ জন যাত্রী নিয়ে একটি পিকআপ ভ্যান কজওয়ে পার হওয়ার সময় জলের তোড়ে ভেসে যায়। ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথেই এই দুর্ঘটনাটি ঘটেছে। জানা গেছে পিকআপ ভ্যানটি বান্দোয়ানের কুঁচিয়া কামিলা পাড়া থেকে আসছিল। পিকআপ ভ্যানে থাকা ৩০ জনই একটি ধর্মীয় অনুষ্ঠানে যাচ্ছিলেন। যদিও বরাত জোরে প্রাণে বাঁচলেন যাত্রীরা। সাঁতার কেটে নিজেদের উদ্ধার করেন যাত্রীরা।  

Comments :0

Login to leave a comment